বিশ্বব্যাপী বেড়েই চলছে করোনাভাইরাসের সংক্রমণ। সেই সঙ্গে লম্বা হচ্ছে মৃত্যুর মিছিলও। গত ২৪ ঘণ্টায় প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন আরও ১০ হাজার ৩৫৬ জন।
এসময় করোনায় আক্রান্ত হিসেবে নতুন করে শনাক্ত হয়েছেন ৬ লাখ ৫৯ হাজার ৮৭৩ জন। একই সময় করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ৪ লাখ ১১ হাজার ১৮৪ জন।
শুক্রবার আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এসব তথ্য জানা যায়।
ওয়ার্ল্ডোমিটারের পরিসংখ্যান অনুযায়ী, গতকালের চেয়ে গত ২৪ ঘণ্টায় দৈনিক সংক্রমণ খানিকটা কমলেও বেড়েছে দৈনিক মৃত্যু।
আগেরদিন বিশ্বজুড়ে করোনায় প্রাণ হারিয়েছেন ৯ হাজার ৭১০ জন। এদিন আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছিলেন ৬ লাখ ৬৫ হাজার ৩৮৫ জন।
একই সময় করোনা থেকে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ছিল ৪ লাখ ১৮ হাজার ৮০২ জন।
ওয়ার্ল্ডোমিটার থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাড়িয়েছে ৪২ লাখ ১৪ হাজার ৯৪৭ জন।
এদিকে বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে এখন পর্যন্ত শনাক্ত হয়েছেন ১৯ কোটি ৭৩ লাখ ৮৫ হাজার ৯৭০ জন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৭ কোটি ৮৫ লাখ ৩৭ হাজার ৪০১ জন।