প্রচ্ছদ ›› আন্তর্জাতিক

বিশ্বে করোনায় মৃত্যু ৬৩ লাখ ৮৯ হাজার ছাড়ালো

আন্তর্জাতিক ডেস্ক
১৯ জুলাই ২০২২ ১২:৪৮:৪৩ | আপডেট: ২ years আগে
বিশ্বে করোনায় মৃত্যু ৬৩ লাখ ৮৯ হাজার ছাড়ালো

দক্ষিণ-পূর্ব এশিয়া, মধ্যপ্রাচ্য এবং ইউরোপে নতুন করে সংক্রমণ বৃদ্ধির মধ্যে দিয়ে বিশ্বজুড়ে করোনায় আক্রান্তের সংখ্যা ৫৬ কোটি ৮৭ লাখ ছাড়ালো এবং মোট মৃতের সংখ্যা ৬৩ লাখ ৮৯ হাজার ছাড়িয়েছে।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, মঙ্গলবার সকাল ১০টা পর্যন্ত করোনায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫৬ কোটি ৮৭ লাখ ২৯ হাজার ৪৭ জনে। মৃতের সংখ্যা ৬৩ লাখ ৮৯ হাজার ৬০০ জনে। আর মোট সুস্থ মানুষের সংখ্যা ৫৩ কোটি ৯৯ লাখ ৯৮ হাজার ৫৩০ জন।

করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ আমেরিকায় এখন পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা ৯ কোটি ১৪ লাখ ২৯ হাজার ৪০৯ জন এবং মৃত্যুবরণ করেছে ১০ লাখ ৪৯ হাজার ২৭৪ জন।

বাংলাদেশের প্রতিবেশি দেশ ভারতে মোট চার কোটি ৩৭ লাখ ৭৯ হাজার ২৬৫ জনের সংক্রমণ চিহ্নিত হয়েছে। একই সময়ে মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচ লাখ ২৫ হাজার ৭৬০ জনে।

২০১৯ সালের ডিসেম্বরের শেষ সপ্তাহে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২২৭টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়ে করোনা।