আমেরিকার কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের পক্ষ থেকে ০.৭৫ শতাংশ সুদের হার বাড়ার সংকেত পাওয়ার পর বিশ্ব বাজারে অপরিশোধিত তেলের দামে পতন দেখা দিয়েছে। খবর নিউজ১৮বাংলা’র।
খবরে বলা হয়, বিশ্ব বাজারে কমলেও ভারতে ঠিক আগের মতোই আছে জ্বালানির দাম।
বেশ কয়েকদিন ধরে ব্রেন্ট ক্রুডের দাম ১২০ ডলার বেশি ছিল যা বৃহস্পতিবার কমেছে ৷ এ দিনের জন্য পেট্রোল ও ডিজেলের দাম ইতিমধ্যেই জারি করে দিয়েছে সরকারি তেল সংস্থাগুলো।
তবে এখনও পর্যন্ত দেশের বাজারে পেট্রোল ও ডিজেলের দামে কোনও প্রভাব পড়েনি ৷ ফলে বৃহস্পতিবারও পেট্রোল ও ডিজেলের দাম অপরিবর্তিত রাখা হয়েছে ৷ এদিন অপরিশোধিত তেলের দাম কমে প্রতি ব্যারেলে ১১৯.৪ ডলারে নেমে আসে৷ এর আগে দাম ১২১ ডলারের কাছাকাছি ছিল ৷
এদিকে বিবিসি’র খবরে বলা হয়, ভোগ্যপণ্যের ক্রমবর্ধমান দামে লাগাম টানতে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক প্রায় ৩০ বছরের মধ্যে সবচেয়ে বেশি সুদের হার বৃদ্ধির ঘোষণা দিয়েছে।
মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে আনতে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক এ ঘোষণা দিয়েছে।
দ্য ফেডারেল রিজার্ভ বলেছে, এবার মূল সুদের হার শতকরা তিন-চতুর্থাংশ বাড়িয়ে ১ দশমিক ৫ শতাংশ থেকে ১ দশমিক ৭৫ শতাংশ পর্যন্ত করা হবে।
আরও পড়ুন- তিন দশকের মধ্যে সর্বোচ্চ সুদের হার বাড়লো যুক্তরাষ্ট্রে
ভারতের চার মহানগরে পেট্রোল ও ডিজেলের দাম
দিল্লি- পেট্রোল ৯৬.৭২ টাকা, ডিজেল ৮৯.৬২ টাকা
মুম্বই- পেট্রোল ১০৯.২৭ টাকা, ডিজেল ৯৫.৮৪ টাকা
চেন্নাই- পেট্রোল ১০২.৬৩ টাকা, ডিজেল ৯৪.২৪ টাকা
কলকাতা- পেট্রোল ১০৬.০৩ টাকা, ডিজেল ৯২.৭৬ টাকা
অন্যান্য শহরে পেট্রোল ও ডিজেলের দাম
নয়ডা- পেট্রোল ৯৬.৭৯ টাকা, ডিজেল ৮৯.৯৬ টাকা
লখনউ- পেট্রোল ৯৬.৫৭ টাকা, ডিজেল ৮৯.৭৬ টাকা
পটনা- পেট্রোল ১০৭.২৪ টাকা, ডিজেল ৯৪.০৪ টাকা
পোর্টব্লেয়ার - পেট্রোল ৮৪.১০ টাকা, ডিজেল ৭৯.৭৪ টাকা
ভারতের তিনটি অয়েল মার্কেটিং সংস্থা HPCL, BPCL ও IOC প্রতিদিন সকাল ৬টায় পেট্রোল ও ডিজেলের দাম জারি করে থাকে ৷ নতুন দাম ওয়েবসাইটের পাশাপাশি মোবাইল ফোনে এসএমএস-এর মাধ্যমেও চেক করতে পারবেন ৷
প্রতিদিন সকাল ৬টায় দেশের সরকারি তেল সংস্থাগুলি পেট্রোল ও ডিজেলের দাম জারি করে থাকে ৷ পেট্রোল ও ডিজেলের দামের উপরে এক্সাইজ ডিউটি, ডিলার কমিশন ও অন্যান্য চার্জ যুক্ত করার পর প্রায় দ্বিগুণ দাম দিয়ে তেল কিনতে হয় উপভোক্তাদের ৷