বুলগেরিয়ায় পর্যটক বহনকারী একটি বাস দুর্ঘটনায় পড়ার পর আগুন ধরে গিয়ে ১২ শিশুসহ অন্তত ৪৫ জনের মৃত্যু হয়েছে।
স্থানীয় মঙ্গলবার সময় দিবাগত রাত ২টার দিকে বুলগেরিয়ার রাজধানী সোফিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বোসনেক নামে একটি গ্রামের কাছে একটি মোটরওয়েতে এই দুর্ঘটনা ঘটে।
দেশটির কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
বিবির প্রতিবেদনে বলা হয়েছে, বাসটি উত্তর মেসিডোনিয়ার নিবন্ধিত এবং তুর্কি থেকে ফিরে আসা একদল পর্যটক বহন করছিল। বাসটিতে মোট ৫২ জন আরোহী ছিলেন। দগ্ধ অবস্থায় সাতজনকে সোফিয়ার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বাসটি কীভাবে দুর্ঘটনায় পড়ল তা এখনও স্পষ্ট নয়। বাস দুর্ঘটনা ও দুর্ঘটনা কবলিত বাসে আগুন লাগার কারণ অনুসন্ধান করা হচ্ছে বলে জানিয়েছে দেশটির প্রশাসন।
বুলগেরিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেছেন, বাসটিতে আগুন লেগেছে এবং তারপর বিধ্বস্ত হয়েছে নাকি বিধ্বস্ত হওয়ার পরে আগুন ধরে গেছে তা এখনো স্পষ্ট নয়।
কর্মকর্তারা বলেছেন, গাড়িটি আগুন ধরার আগে বা পরে মহাসড়কের বেস্টনীতে গিয়ে আঘাত করেছিল বলে মনে হচ্ছে।
এদিকে দেশটির অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী স্টিফান ইয়ানেভ এই ঘটনাকে 'বড় ধরণের মর্মান্তিক ঘটনা' বলে বর্ণনা করেছেন।
ঘটনাস্থল পরিদর্শন শেষে তিনি বলেন, আশা করছি যে আমরা এমন মর্মান্তিক ঘটনা থেকে শিক্ষা নেব। ভবিষ্যতে এই ধরনের ঘটনা রোধ করতে পারব।