ক্ষমতায় এসেই পাকিস্তানের নবনির্বাচিত প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ সরকারি কর্মচারীদের বেতন বাড়িয়ে ন্যূনতম ২৫ হাজার রুপি করাসহ বেশ কিছু পদক্ষেপ নিয়েছিলেন। এর একদিনের মাথায় তিনি এবার সরকারি ছুটি সপ্তাহে দুই দিনের বদলে ১ দিন করলেন। খবর জিও টিভি’র।
এনিয়ে মঙ্গলবার আদেশও জারি করেছেন নতুন এই প্রধানমন্ত্রী।
খবরে বলা হয়, এক সপ্তাহে দুই দিন সাপ্তাহিক ছুটি বাতিল করেছেন প্রধানমন্ত্রী এবং সরকারি অফিসগুলো এখন সপ্তাহে ৬ দিন খোলা থাকবে। তাছাড়া অফিস শুরুর সময় পরিবর্তন করে সকাল ৮টায় করেছেন তিনি।
শুধু তাই নয়, রমজান মাসে বাজারে পণ্যের দাম কম রাখতে এবং কম দামে পণ্য সরবরাহ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেনপ্রধানমন্ত্রী শেহবাজ। রমজান বাজারগুলোতে কঠোর মনিটরিং নিশ্চিত করার নির্দেশনাও দেন তিনি।