বৈদেশিক মুদ্রার রিজার্ভ অব্যাহতভাবে কমছে ভারতে। স্বর্ণের রিজার্ভ কমে যাওয়ায় গত ১৩ মে ভারতের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ২.৬৮ বিলিয়ন ডলার কমে দাঁড়িয়েছে প্রায় ৫৯৩.২ বিলিয়ন ডলারে।
সম্প্রতি এমন তথ্যই দিয়েছে রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া। খবর দ্য ইকোনমিক টাইমসের।
শুক্রবার প্রকাশিত পত্রিকাটির এক প্রতিবেদনে বলা হয়, বৈদেশিক মুদ্রা ১.৩ বিলিয়ন ডলার কমে গেলে ওই সপ্তাহে দেশটির স্বর্ণের রিজার্ভ কমে যায় ১.১৭ বিলিয়ন ডলার, যদিও এর আগের সপ্তাহে বেড়েছিল ১৩৫ মিলিয়ন ডলার।
বৈদেশিক মুদ্রার রিজার্ভ এক সপ্তাহ আগে প্রায় ২ বিলিয়ন ডলার কমেছিল, সেই কমতির ধরা কিছুটা রোধ হচ্ছে, যা ১৩ মে শেষ হওয়া সপ্তাহে কমার পরিমাণ ১.৩ বিলিয়ন ডলার।
টানা নবম বারের মতো বৈদেশিক মুদ্রার রিজার্ভ সংকোচন ছিল এটি। এর ফলে ৬০০ বিলিয়ন ডলারের নিচে অবস্থান করছে ভারতের রিজার্ভ।
পত্রিকাটির প্রতিবেদনে বলা হয়, রিজার্ভ কমে যাওয়ার লাগাম টেনে ধরতে ভারতের কেন্দ্রীয় ব্যাংক নানারকম পদক্ষেপ নিচ্ছে। গত দুই সপ্তাহ ধরে রিজার্ভ কমার গতি কিছুটা কমছে।