প্রচ্ছদ ›› আন্তর্জাতিক

ব্রাজিলের প্রেসিডেন্ট প্যালেস ও সুপ্রিম কোর্টে হামলা

আন্তর্জাতিক ডেস্ক
০৯ জানুয়ারি ২০২৩ ০৯:৩৯:৪০ | আপডেট: ১ year আগে
ব্রাজিলের প্রেসিডেন্ট প্যালেস ও সুপ্রিম কোর্টে হামলা

ব্রাজিলের সদ্য সাবেক প্রেসিডেন্ট ও কট্টরপন্থি নেতা জাইর বলসোনারোর সমর্থকরা দেশটির কংগ্রেস, প্রেসিডেন্ট প্যালেস এবং সুপ্রিম কোর্টে হামলা করেছে।

রোববার দিনব্যাপী এ ঘটনা ঘটে। সোমবার বিবিসিসহ বিভিন্ন গণমাধ্যম এ তথ্য জানিয়েছে।

খবরে বলা হয়, হামলার পর ব্রাজিলের বর্তমান প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা রাজধানী ব্রাসিলিয়ায় আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত ফেডারেল নিরাপত্তা হস্তক্ষেপ ঘোষণা করেছেন। ঘটনার সময় প্রেসিডেন্ট লুলা রোববার বন্যা বিধ্বস্ত আরারাকোয়ারা শহরে পরিদর্শনে গিয়েছিলেন।

বলসোনারোর সমর্থকরা রাজধানী ব্রাসিলিয়ায় পুলিশের ব্যারিকেড ভেঙে একের পর এক হামলা চালায়। সবুজ-হলুদ পতাকা গায়ে জড়িয়ে বিক্ষোভ শুরু করে বলসোনারোর সমর্থকরা। একে একে তারা কংগ্রেস, সুপ্রিম কোর্ট থেকে শুরু করে প্রেসিডেন্ট প্যালেসে ভাঙচুর চালায়। বিরোধী দলের এই হামলার তীব্র সমালোচনা করে একে ‘ফ্যাসিস্ট’ হামলা বলে আখ্যা দিয়েছেন বর্তমান প্রেসিডেন্ট সিলভা।

ব্রাজিলে গুরুত্বপূর্ণ সব স্থাপনায় বলসোনারো সমর্থকদের হামলার নানা ভিডিও ইতোমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যাকে অনেকে ২০২১ সালের ৬ জানুয়ারি যুক্তরাষ্ট্রের গণতন্ত্রের প্রতীক ক্যাপিটলে হামলার সাথে তুলনা করছেন।