ব্রাজিলের পার্নাম্বুকো রাজ্যে বন্যা ও ভূমিধসে অন্তত ৩০ জনের প্রাণহানি হয়েছে। এরমধ্যে রেসিফ শহরে একদিনেই মারা গেছেন ২৮ জন। খবর আল-জাজিরার।
ভারি বৃষ্টির কারণে ৩৩টি পৌরসভায় জরুরি অবস্থা জারি করেছে আলাগোআসে রাজ্য সরকার।
প্রবল বৃষ্টির কারণে পাহাড়ি এলাকাগুলোতে ভূমিধস হয়েছে। বন্যায় বহু ঘরবাড়ি, রাস্তাঘাট ও স্থাপনা পানিতে ডুবে গেছে। ঘরবাড়ি ভেঙে পড়েছে।
রাজ্যের ৭৬৫ জন মানুষ বাড়ি-ঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নিতে বাধ্য হয়েছেন। রাজ্যেটিতে বৃষ্টি অব্যাহত থাকলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে সতর্ক করা হয়েছে।