ব্রাজিলের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য বাহিয়ায় কয়েক সপ্তাহের ভারি বৃষ্টিপাতের পর দেখা দেওয়া বন্যার মধ্যে দু’টি বাঁধ ধসে পড়েছে। এতে ওই অঞ্চলের নদীগুলোতে প্লাবন দেখা দিয়েছে।
রোববার বার্তা সংস্থা রয়টার্সের বরাতে এ তথ্য জানা যায়।
স্থানীয় সময় শনিবার রাতে বাহিয়ার দক্ষিণাঞ্চলীয় শহর ভিত্তোরিয়া দ্য কুঙ্কিয়িস্তার কাছে বেহুগা নদীর ইগুয়া বাঁধ ভেঙে পড়ে। এতে কর্তৃপক্ষ ওই অঞ্চলের, বিশেষ করে ছোট শহর ইতাম্বির বাসিন্দাদের সরিয়ে নিতে বাধ্য হয়।
রোববার সকালে এর ১০০ কিলোমিটার উত্তরে জুসিয়াপিতে বাড়তে থাকা পানির চাপে দ্বিতীয় আরেকটি বাঁধ ভেঙে পড়ে। এরপর ওই এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার জন্য সতর্ক করা হয়।
রয়টার্স জানিয়েছে, বাঁধ ভেঙে পড়ায় সেতু ও রাস্তা ক্ষতিগ্রস্ত হলেও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, ইতারবুনার ভেতর দিয়ে চলে যাওয়া কাশোয়েইরা নদী ৫০ বছরের মধ্যে সবচেয়ে উঁচু দিয়ে বইছে।
ভিত্তোরিয়া দ্য কুঙ্কিয়িস্তার মেয়র শেইলা লেমোস জানিয়েছেন, ধসে যাওয়া ইগুয়া বাঁধের নিকটবর্তী এলাকার বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে।
বাহিয়ার গভর্নর হুই কাস্ত্রো জানিয়েছেন, বৃষ্টির কারণে অন্তত চার লাখ লোক ক্ষতিগ্রস্ত হয়েছে। অন্তত দুই মাস ধরে চলা ভারি বৃষ্টিপাত হচ্ছে। এতে দেখা দেওয়া বন্যার মধ্যে জরুরি পরিস্থিতির মুখে ৬৭টি শহরের কয়েক হাজার বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়েছে।
দমকল বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, নভেম্বরের প্রথমদিক থেকে শুরু হওয়া বৃষ্টিজনিত কারণে বাহিয়াতে এ পর্যন্ত ১৮ জনের মৃত্যু হয়েছে।