আজ আনুষ্ঠানিক অভিষেক হচ্ছে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের। এর মধ্য দিয়ে মা দ্বিতীয় এলিজাবেথের উত্তরসূরি হিসেবে ব্রিটিশ সিংহাসনে বসছেন তিনি। শুধু যুক্তরাজ্য নয়, সাবেক ব্রিটিশ উপনিবেশ বা কমনওয়েলথভুক্ত আরও ১৪টি দেশের রাজা হচ্ছেন চার্লস।
শনিবার। শুধু রাজাই নন, আজ থেকে আনুষ্ঠানিকভাবে কুইন কনসর্ট হচ্ছেন ক্যামিলা। ওয়েস্টমিনস্টার অ্যাবেতে এই দায়িত্ব গ্রহণের আয়োজন অনুষ্ঠিত হবে। বিশ্ব নেতারা এরই মধ্যে চলে এসেছেন ব্রিটেনের নতুন রাজাকে শুভেচ্ছা জানাতে।
ব্রিটেন সময় সকাল ৬টার দিকে করোনেশনের এলাকার রুটগুলো খুলে দেওয়া হবে। এরপর নানা আয়োজন থাকবে। এ আয়োজনে যোগ দিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতোমধ্যে ব্রিটেনে পৌঁছেছেন। গতকাল তিনি কমনওয়েলথ দেশের রাষ্ট্রপ্রধানদের জন্য রাজার এক সম্মাননা অনুষ্ঠানে যোগ দেন।
এদিকে আজ ব্রিটেন সময় সকাল ৭টা ১৫ মিনিটে ওয়েস্টমিনস্টার অ্যাবেতে যেসব আমন্ত্রিত অতিথি আসবেন তাদের জন্য সিকিউরিটি পয়েন্ট খুলে দেওয়া হবে। আর এই সিকিউরিটি পয়েন্ট থাকবে ভিক্টোরিয়া টাওয়ার গার্ডেনের মুখে। সকাল ৯টায় ওয়েস্টমিনস্টার অ্যাবেতে ধর্মীয় আনুষ্ঠানিকতায় যারা অংশ গ্রহণ করবেন তারা আয়োজন স্থানে কার্যক্রম শুরু করবেন।
সকাল ৯টা ৩০ থেকে ১০টা ৪৫ মিনিট পর্যন্ত করোনেশনের অংশগ্রহণকারী অতিথি, রয়েল পরিবারের সদস্য, ব্রিটেনের প্রধানমন্ত্রীসহ আরও গুরুত্বপূর্ণ মানুষরা আয়োজন স্থানে আসবেন। এ আয়োজনে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আমন্ত্রিত ২ হাজার ৩০০ অতিথি যোগ দেবেন।
সকাল ৯টা ৪৫ মিনিটের দিকে বাকিংহ্যাম প্যালেস থেকে রাজার যাত্রার জন্য অশ্বারোগীগুলো প্রস্তুত হবে। সকাল ১০টা ২০ মিনিটের দিকে রাজা চার্লস ও কুইন কনসর্ট বাকিংহ্যাম প্যালেস থেকে ওয়েস্টমিনস্টার অ্যাবের দিকে রওনা হবেন জুবলি স্টেট কোচে করে। বেলা ১১টার দিকে করোনেশনের মূল অনুষ্ঠান শুরু হবে। করোনেশনে অংশগ্রহণকারীদের মুখে শোনা যাবে গড সেভ দ্য কিং।
দুপুর ১টার দিকে রাজা ও রয়েল পরিবারের বাকি সদস্যরা ওয়েস্টমিনস্টার অ্যাবে থেকে বাকিংহ্যাম প্যালেসে ফিরে আসবেন। এ সময় ৪ হাজার সেনাবাহিনীর সদস্য মার্চে অংশগ্রহণ করবেন। ১টা ৪৫ মিনিটে কিং ও কুইন কনসর্টকে বাকিংহ্যাম প্যালেসের ওয়েস্ট ট্যারেসের বাগানে স্যালুট জানাবে এবং ৩ বার তোপধ্বনি করা হবে।
ঠিক ২টা ১৫ মিনিটের দিকে রয়ের ফ্যামিলির ১৫ জন সদস্য বাকিংহ্যাম প্যালেসের বারান্দায় হাজির হবেন। এ সময় আকাশে ৬০টি উড়োজাহাজ পতাকা নিয়ে পরিদর্শন করবে। তবে খারাপ আবহাওয়া হলে এর সময় পরিবর্তন বা বাতিল হতে পারে। তবে সদস্যরা বাকিংহ্যাম প্যালেসের বারান্দায় আসবেন।
এরপর ৭ মে করোনেশনকে ঘিরে পাড়া-মহল্লায় লাঞ্চের আয়োজন করা হবে। আনুমানিক ১২টা থেকে এ আয়োজন শুরু হবে। একই দিন সন্ধ্যায় উন্ডসর ক্যাসেলে ঝমকালো কনসার্টের আয়োজন করা হয়েছে।
ধারণা করা হচ্ছে আনুমানিক ২০ হাজার মানুষ এ কনসার্টে অংশগ্রহণ করবে। কনসার্টে অংশ নিতে যাওয়া তারকাদের তালিকায় রয়েছেন হলিউড তারকা টম ক্রুজ ও ডেম জোয়ান কলিন্সও। অ্যাডভেঞ্চারার বিয়ার গ্রিলস ও স্যার টম জোন্সকেও দেখা যাবে জমকালো এ অনুষ্ঠানে। আর এ আয়োজন শুরু হবে সন্ধ্যা ৭টায়। রাজ্যাভিষেক ঘিরে আগামী ১ সপ্তাহে ব্রিটেনের বিভিন্ন এলাকায় রাজ্যাভিষেক স্ট্রিট পার্টি অনুষ্ঠিত হবে।