মহানবী সম্পর্কে ভারতের ক্ষমতাসীন দল বিজেপির শীর্ষস্থানীয় দুই নেতার বিতর্কিত মন্তব্যের ঘটনায় একের পর এক জোটবদ্ধ হচ্ছে মুসলিম দেশগুলো। এরইমধ্যে ১৫টি দেশ একজোট হয়েছে, বয়কট করা হচ্ছে ভারতীয় পণ্য; সুপার শপগুলো থেকে সরিয়ে ফেলা হয়ছে দেশটির সব পণ্য। প্রতিবাদী এসব দেশের দাবি, ভারতকে ওই ঘটনার জন্য আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাইতে হবে। খবর এনডিটিভি'র।
ভারতীয় এ গণমাধ্যমটির খবরে বলা হয়, এখন পর্যন্ত ইরান, ইরাক, কুয়েত, কাতার, সৌদি আরব, ওমান, সংযুক্ত আরব আমিরাত, জর্ডান, আফগানিস্তান, বাহরাইন, মালদ্বীপ, লিবিয়া এবং ইন্দোনেশিয়াসহ অন্তত ১৫টি দেশ ভারতের বিরুদ্ধে আনুষ্ঠানিক প্রতিবাদ জানিয়েছে।
এসব দেশ ভারত ও বিজেপি সরকারের নিন্দা জানানোর পাশাপাশি দেশটিকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছে।
এদিকে, ভারতের বিরুদ্ধে দেশগুলোর এমন আনুষ্ঠানিক প্রতিবাদের কারণে নড়ে চড়ে বসেছে নরেন্দ্র মোদির সরকার। এরইমধ্যে অভিযুক্ত দু’জনকেই বহিষ্কার করেছে নরেন্দ্র মোদির দল ভারতীয় জনতা পার্টি-বিজেপি। তাদের বিরুদ্ধে একাধিক মামলা হয়েছে দেশটিতে।
গত মাসের শেষ দিকে একটি টিভি টকশোতে ভারতের কট্টর হিন্দুত্ববাদী রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সাবেক মুখপাত্র নুপুর শর্মা মহানবী হজরত মোহাম্মদ (সা.) এর বিয়ে নিয়ে কু-রুচিপূর্ণ মন্তব্য করেন। পরে নুপুর শর্মার মন্তব্যের সমর্থনে টুইট করেন দলটির নয়াদিল্লি শাখার গণমাধ্যম প্রধান নবীন জিন্দাল।
আরও পড়ুন- নবীকে অবমাননা, আরববিশ্বে হুমকিতে ভারতীয় পণ্য
তাদের বহিষ্কার করা হলেও, দেশটির পক্ষ থেকে আনুষ্ঠানিক ক্ষমা চাওয়ার দাবিতে আরব বিশ্বসহ বিভিন্ন মুসলিমপ্রধান দেশ ওই ঘটনার প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ অব্যাহত রেখেছে। রাষ্ট্রদূতদের ডেকে তিরষ্কার করা হচ্ছে। একইসঙ্গে হ্যাশট্যাগ ব্যবহার করে ভারতীয় পণ্য বয়কটের প্রচার জোড়ালো করেছে দেশগুলোর ইসলাম ধর্মাবলম্বীরা।