প্রচ্ছদ ›› আন্তর্জাতিক

ভারতের চিফ অব ডিফেন্স স্টাফের হেলিকপ্টার বিধ্বস্ত

আন্তর্জাতিক ডেস্ক
০৮ ডিসেম্বর ২০২১ ১৫:৩৭:৫০ | আপডেট: ২ years আগে
ভারতের চিফ অব ডিফেন্স স্টাফের হেলিকপ্টার বিধ্বস্ত
জেনারেল বিপিন রাওয়াত

ভারতের চিফ অব ডিফেন্স স্টাফ ও সাবেক সেনাপ্রধান জেনারেল বিপিন রাওয়াতসহ দেশটির জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তাদের বহনকারী একটি হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনা ঘটেছে।

বুধবার ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিলনাড়ু একটি জঙ্গলে এই সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয় বলে জানিয়েছে এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়, হেলিকপ্টারটিতে মোট ১৪ জন আরোহী ছিলেন। ইতোমধ্যে ৪ জনের মরদেহ এবং দুজনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

দুর্ঘটনায় বিপিন রাওয়াত আহত হয়েছেন কিনা এবং এখন পর্যন্ত হতাহতের বিস্তারিত জানাতে পারেনি এনডিটিভি।

ভারতের এয়ারফোর্স এক টুইটবার্তায় জানিয়েছে, হেলিকপ্টারটি চিফ অব ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াতকে নিয়ে দিল্লি থেকে সুলুরের উদ্দেশে যাচ্ছিল। পথিমধ্যে কুন্নুর জেলায় উটির কাছে ঘন জঙ্গলের মধ্যে এটি বিধ্বস্ত হয়।

তবে হেলিকপ্টারটি ঠিক কী কারণে বিধ্বস্ত হয়েছে তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।