প্রচ্ছদ ›› আন্তর্জাতিক

ভারতের ১৫তম রাষ্ট্রপতি আদিবাসী দ্রৌপদী মুর্মু

আন্তর্জাতিক ডেস্ক
২১ জুলাই ২০২২ ২০:৫২:২১ | আপডেট: ২ years আগে
ভারতের ১৫তম রাষ্ট্রপতি আদিবাসী দ্রৌপদী মুর্মু

ভারতের ১৫তম রাষ্ট্রপতি হিসাবে নির্বাচিত হলেন দ্রৌপদী মুর্মু। এরপরই দিল্লিতে বিজেপির সদর দপ্তরের সামনে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে।

আগামী ২৪ জুলাই শেষ হচ্ছে ১৪তম রাষ্ট্রপতির মেয়াদ। তার পরেই শপথ নেবেন দ্রৌপদী।

ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারের খবরে বলা হয়, দ্রৌপদীর জয়ের জন্য প্রয়োজন ছিল ৫,৪০,৯৯৬ ভোট। দ্রৌপদী ইতোমধ্যেই পেয়ে গিয়েছেন ৫,৭৭,৭৭৭ ভোট।

ভারতের প্রথম আদিবাসী রাষ্ট্রপতি হবেন দ্রৌপদী। তিনি দিল্লির রাষ্ট্রপতি ভবনে থাকবেন। কোনও দেশের সাংবিধানিক প্রধানের বাসভবন হিসাবে এটিই বিশ্বের বৃহত্তম।