প্রচ্ছদ ›› আন্তর্জাতিক

ভারতে আবারও বেড়েছে করোনা সংক্রমণ

আন্তর্জাতিক ডেস্ক
০২ সেপ্টেম্বর ২০২১ ১৫:১০:১২ | আপডেট: ৩ years আগে
ভারতে আবারও বেড়েছে করোনা সংক্রমণ

গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত ও করোনার উপসর্গ নিয়ে ভারতে আরও ৫০৯ জনের মৃত্যু হয়েছে। একইসময় দেশটিতে করোনায় আক্রান্ত হিসেবে নতুন করে শনাক্ত হয়েছেন ৪৭ হাজার ৯২ জন।

এসময় নমুনা পরীক্ষার অনুপাতে ভারতে করোনা সংক্রমণের হার ছিল ২.৮০ শতাংশ।

বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশটিতে দৈনিক সংক্রমণ ও দৈনিক মৃত্যু দুটোই বেড়েছে।

আগেরদিন ভারতে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছিলেন ৪১ হাজার ৯৬৫ জন। এদিন করোনা আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছিলেন ৪৬০ জন।

এদিকে এখন পর্যন্ত ভারতে করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ লাখ ৩৯ হাজার ৫২৯ জন।

দেশটিতে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ২৮ লাখ ৫৭ হাজার ৯৩৭ জন।

ভারতে এখন পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন মোট ৩ কোটি ২০ লাখ ২৮ হাজার ৪২৫ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩৫ হাজার ১৮১ জন।

এদিকে সংক্রমণ ও মৃত্যু বাড়ার সঙ্গে সঙ্গে গত ২৪ ঘণ্টায় ভারতে সক্রিয় রোগী বেড়েছে আরও ১১ হাজার ৪২০ জন।

এই মুহূর্তে দেশটিতে সক্রিয় রোগীর সংখ্যা ৩ লাখ ৮৯ হাজার ৫৮৩ জন। যা দেশের মোট সংক্রমণের ১.১৯ শতাংশ।