প্রচ্ছদ ›› আন্তর্জাতিক

ভারতে একদিনে করোনায় ৪ হাজার ২০৫ মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক
১২ মে ২০২১ ১১:২৬:০৯ | আপডেট: ৩ years আগে
ভারতে একদিনে করোনায় ৪ হাজার ২০৫ মৃত্যু

করোনার দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত ভারতে গত ২৪ ঘণ্টায় আরও ৪ হাজার ২০৫ জনের মৃত্যু হয়েছে। এ সময় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৩ লাখ ৪৮ হাজার ৪২১ জনের শরীরে।

বুধবার এ তথ্য জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম এনডিটিভি।

ভারতে সবমিলিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ৩৩ লাখ ৪০ হাজার ৯৩৮ জনে। আর মৃত্যু দাঁড়িয়েছে ২ লাখ ৫৪ হাজার ১৯৭ জনে। দেশটিতে এখন করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন ৩৭ লাখ ৪ হাজার ৯৯ জন।

গত মার্চ মাসে দেশটিতে দৈনিক শনাক্ত রোগী ছিল ২০ হাজারের নিচে। কয়েক সপ্তাহের ব্যবধানে হু হু করে শনাক্ত বেড়েছে। বেড়েছে মৃত্যুও। শুধু এপ্রিলেই দেশটিতে করোনায় শনাক্ত হয়েছে ৬৬ লাখ।

করোনার সংক্রমণ ঠেকাতে দেশটির বিভিন্ন রাজ্যে লকডাউন দেওয়া হয়েছে।

বিশেষজ্ঞরা এখন ভারতে করোনার তৃতীয় ঢেউয়ের আশঙ্কা করছেন। তারা বলছেন, তৃতীয় ঢেউ ঠেকানো যাবে না, বরং ভ্যাকসিন আরও উন্নত করতে হবে।