ভারতে করোনাভাইরাসে মৃত ও আক্রান্তের সংখ্যা কমতে শুরু করেছে। দেশটিতে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ২ হাজার ৪২৭ জন, যা আগের দিনের চেয়ে কম। আর গত ২৪ ঘণ্টায় ১ লাখ ৬৩৬ জনের করোনা শনাক্ত হয়েছে, যা গত দুই মাসের মধ্যে সর্বনিম্ন।
সোমবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির বরাত দিয়ে এ তথ্য জানা যায়।
নতুন শনাক্ত হওয়া ১ লাখ ৬৩৬ জনসহ ভারতে শনাক্তকৃত কোভিড-১৯ রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ কোটি ৮৯ লাখ ৯ হাজার ৯৭৫ জন। গত ২৪ ঘণ্টায় ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন আরো ২ হাজার ৪২৭ জন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩ লাখ ৪৯ হাজার ১৮৬ জন।
এছাড়া দেশটিতে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ২ কোটি ৭১ লাখ ৫৯ হাজার ১৮০ জন। বিপরীতে বর্তমানে বাড়ি ও হাসপাতালে চিকিৎসাধীন ১৪ লাখ ১ হাজার ৬০৯ জন।
গত ৫ এপ্রিল দেশটিতে আক্রান্তের সংখ্যা প্রথমবার ১ লাখ পেরিয়েছিল। তার পর তা ৪ লাখে পৌঁছায়। কমতে কমতে সোমবার তা ১ লাখের ঘরে নেমে এলো।