প্রচ্ছদ ›› আন্তর্জাতিক

ভারতে করোনায় আরও ২৭১৩ মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক
০৪ জুন ২০২১ ১৬:১১:০৯ | আপডেট: ৩ years আগে
ভারতে করোনায় আরও ২৭১৩ মৃত্যু

মহামারি করোনাভাইরাসে ভারতে ২৪ ঘণ্টায় আরও দুই হাজার ৭১৩ জন মারা গেছেন। এ নিয়ে দেশটিতে মোট মৃত্যু দাঁড়িয়েছে তিন লাখ ৪০ হাজার ৭০২ জনে।

এর আগে গতকাল মৃত্যু হয়েছিল দুই হাজার ৮৮৭ জনের। অর্থাৎ মৃত্যু ধীরে ধীরে কমছে। 

শুক্রবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।

এ ছাড়া ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছে এক লাখ ৩২ হাজার ৩৬৪ জন। এ নিয়ে মোট আক্রান্ত দুই কোটি ৮৫ লাখ ৭৪ হাজার ৩৫০ জন।

রাজ্যগুলির মধ্যে এখন তামিলনাড়ুতে আক্রান্তের সংখ্যা সবথেকে বেশি। তবে গত ২৪ ঘণ্টায় তা ২৫ হাজারের নীচে নেমেছে। কর্নাটক এবং কেরলে তা ১৮ হাজারের ঘরে রয়েছে। মহারাষ্ট্রে নেমেছে ১৫ হাজারের ঘরে। অন্ধ্রে এখনও ১১ হাজারের বেশি আক্রান্ত হচ্ছেন রোজ। পশ্চিমবঙ্গে গত ২৪ ঘণ্টায় তা ৯ হাজারের নীচে নেমেছে। ওড়িশাতেও তা ৯ হাজারে কম।

চীনের উহান থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে বিশ্বে শুক্রবার সকাল পর্যন্ত ১৭ কোটি ২৯ লাখ ১০ হাজার ৯৬৬ জন আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ৩৭ লাখ ১৭ হাজার ৩২০ জনের।  সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। এরপর ব্রাজিলে।  তার পরই রয়েছে ভারত।