প্রচ্ছদ ›› আন্তর্জাতিক

ভারতে করোনায় আরও ৩০৮ মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক
১১ সেপ্টেম্বর ২০২১ ১২:৪৭:৪৭ | আপডেট: ৩ years আগে
ভারতে করোনায় আরও ৩০৮ মৃত্যু

গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত ও করোনার উপসর্গ নিয়ে ভারতে আরও ৩০৮ জনের মৃত্যু হয়েছে। একইসময় দেশটিতে করোনায় আক্রান্ত হিসেবে নতুন করে শনাক্ত হয়েছেন ৩৩ হাজার ৩৭৬ জন। যা গতকালের চেয়ে ৪.৫ শতাংশ কম।

শনিবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশটিতে দৈনিক সংক্রমণ কিছুটা কমলেও বেড়েছে দৈনিক মৃত্যু।

আগেরদিন ভারতে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছিলেন ৩৪ হাজার ৯৭৩ জন। এদিন করোনা আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছিলেন ২৬০ জন।

এদিকে এখন পর্যন্ত ভারতে করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ লাখ ৪২ হাজার ৩১৭ জন।

এছাড়া দেশটিতে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ৩২ লাখ ৮ হাজার ৩৩০ জন।

ভারতে এখন পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন মোট ৩ কোটি ২৩ লাখ ৭৪ হাজার ৪৯৭ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩২ হাজার ১৯৮ জন।

এদিকে গত ২৪ ঘণ্টায় ভারতে সক্রিয় রোগী বেড়েছে আরও ৮৭০ জন। এই মুহূর্তে দেশটির সক্রিয় রোগীর সংখ্যা ৩ লাখ ৯১ হাজার ৫১৬ জন। যা দেশটিতে মোট করোনা সংক্রমণের ১.১৮ শতাংশ।