প্রচ্ছদ ›› আন্তর্জাতিক

ভারতে করোনা শনাক্তের হার ২.২৫ শতাংশ

আন্তর্জাতিক ডেস্ক
১১ জুলাই ২০২১ ১১:১১:২৩ | আপডেট: ৩ years আগে
ভারতে করোনা শনাক্তের হার ২.২৫ শতাংশ

গত ২৪ ঘণ্টায় ভারতে কমেছে করোনাভাইরাসের সংক্রমণ ও মৃত্যু। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনা আক্রান্ত হিসেবে নতুন করে শনাক্ত হয়েছেন ৪১ হাজার ৫০৬ জন। এসময় করোনায় আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন আরও ৮৯৫ জন।

রোববার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

এ নিয়ে এখন পর্যন্ত ভারতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ লাখ ৮ হাজার ৪০ জন। আর দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ৮ লাখ ৩৭ হাজার ২২২ জন।

এদিকে টানা ৩৪ দিন ধরে ভারতে ৫ শতাংশের নিচে করোনা রোগী শনাক্ত হচ্ছে। এর মধ্যে টানা ২০ দিন ধরে সংক্রমণের হার ৩ শতাংশের নিচে অবস্থান করছে। আর গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনা সংক্রমণের হার ছিল ২.২৫ শতাংশ।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মানদণ্ড অনুযায়ী, কোনো দেশের করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে কি না, তা বোঝার একটি নির্দেশক হলো দেশটির রোগী শনাক্তের হার। কোনো দেশে টানা ২ সপ্তাহের বেশি সময় পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ৫ শতাংশের নিচে অবস্থান করলে সেখানে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে বলে ধরা যায়।

ভারতে এখন পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন মোট ২ কোটি ৯৯ লাখ ৭৫ হাজার ৬৪ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪১ হাজার ৫২৬ জন।

এদিকে গত ২৪ ঘণ্টায় দেশটিতে সক্রিয় রোগী কমেছে আরও ৯১৫ জন। এই মুহূর্তে ভারতে সক্রিয় রোগীর সংখ্যা ৪ লাখ ৫৪ হাজার ১১৮ জন।