প্রচ্ছদ ›› আন্তর্জাতিক

ভারতে ট্রেন দুর্ঘটনায় ৬ বাংলাদেশি আহত

আন্তর্জাতিক ডেস্ক
০৩ জুন ২০২৩ ১৪:১৮:৪১ | আপডেট: ১ year আগে
ভারতে ট্রেন দুর্ঘটনায় ৬ বাংলাদেশি আহত
ছবি: সংগৃহীত

ভারতের ওডিশায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় এখন পর্যন্ত ছয় বাংলাদেশি আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। 

শনিবার কলকাতার বাংলাদেশ উপ-হাইকমিশন কার্যালয়ের ডেপুটি হাইকমিশনার আন্দালিব ইলিয়াস বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেছেন, ‌‘এখন পর্যন্ত বিভিন্ন সোর্স থেকে আমরা ছয়জন বাংলাদেশি আহতের খবর পাচ্ছি। নিহতের খবর এখন পর্যন্ত আমরা পাইনি। ইতিমধ্যে বাংলাদেশ হাইকমিশনের একটি দল ঘটনাস্থলের দিকে যাত্রা করেছে। তারা সেখানে পৌঁছানোর পর প্রকৃত ঘটনা জানা যাবে।’

আন্দালিব ইলিয়াস আরও বলেন, ‘আমাদের একটি হটলাইন নম্বর (+৯১৯০৩৮৩৫৩৫৩৩) চালু করেছি। কারও কাছে কোনো তথ্য থাকলে এই নম্বরে ফোন করে জানানোর জন্য অনুরোধ করা হচ্ছে।’

জানা গেছে, ভারতের ওডিশা রাজ্যে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত বেড়ে ২৮৮ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন ৮৫০ জনের বেশি।নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

শুক্রবার সন্ধ্যা সাতটার দিকে ওডিশার বালাসোর জেলার বাহাঙ্গাবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এদিকে, দুর্ঘটনার পরপরই এ বিষয়ে তথ্য জানতে বাংলাদেশিদের জন্য একটি হটলাইন (+৯১৯০৩৮৩৫৩৫৩৩ হোয়াটসঅ্যাপ) নম্বর দিয়েছে কলকাতার বাংলাদেশ উপ-হাইকমিশন। শুক্রবার মধ্যরাতে কলকাতার বাংলাদেশ উপ-হাইকমিশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ নম্বর জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কলকাতা থেকে চেন্নাইগামী করমন্ডল এক্সপ্রেস শুক্রবার স্থানীয় সময় সাড়ে ৭টা নাগাদ ওডিশার বালেশ্বরের কাছে দুর্ঘটনায় পতিত হয়। সাধারণ বাংলাদেশিরা চিকিৎসার জন্য ওই ট্রেনটিতে যাতায়াত করেন। তাই দুর্ঘটনার পর ভারতের রেল কর্তৃপক্ষ ও ওডিশা রাজ্য সরকারের সঙ্গে যোগাযোগ রাখছে কলকাতার বাংলাদেশ উপ-হাইকমিশন।