ভারতে অ্যাপল ব্র্যান্ডের প্রথম স্টোর উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার মুম্বাইয়ের বান্দ্রা কুরলা কমপ্লেক্সে স্টোরের উদ্বোধন করেন আইফোন নির্মাতা অ্যাপল ব্র্যান্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) টিম কুক।
আগামী বৃহস্পতিবার দিল্লিতে দ্বিতীয় অ্যাপল স্টোর উদ্বোধন করা হবে। শক্তিশালী অ্যাপ ডেভেলপার, ইকোসিস্টেম, টেকসই, ভারতজুড়ে কমিউনিটি প্রোগ্রাম এবং স্থানীয় উৎপাদন ছাড়াও ভারতে অ্যাপল বিশেষ পরিকল্পনা নিয়ে মাঠে নামছে।
ভারতে বিদেশি পণ্যের বেচাকেনা করতে কঠোর নিয়মনীতি মেনে সরকারি অনুমতি নিতে হয়। ফলে সুদীর্ঘ সময়ের প্রচেষ্টা শেষে অ্যাপল ভারতে তাদের ব্র্যান্ড স্টোর খুলতে সামর্থ্য হয়েছে। ভারত বিদেশি পণ্য বিক্রিতে উৎস করে ছাড় দেয় না।
ভারতে প্রথমবারের মতো অ্যাপল স্টোর চালু হওয়া নিয়ে গ্রাহকদের মধ্যে বেশ উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। ২৮ হাজার বর্গফুটের এই স্টোরের উদ্বোধন ঘিরে রীতিমতো উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। স্টোর উদ্বোধন উপলক্ষে আগেই কমপ্লেক্স এলাকায় জড়ো হন অনেক অ্যাপলভক্ত।
মুম্বাইয়ে অ্যাপলের রিটেইল স্টোর চালু হওয়ায় এখন একই ছাদের নিচে বিশ্বখ্যাত এ প্রযুক্তিপ্রতিষ্ঠানের সব ধরনের পণ্য, সেবা ও অ্যাকসেসরিজ পাবেন ভারতীয় গ্রাহকেরা।