প্রচ্ছদ ›› আন্তর্জাতিক

ভারতে প্রায় তিন মাসে সর্বনিম্ন শনাক্ত

আন্তর্জাতিক ডেস্ক
২১ জুন ২০২১ ১২:১৭:০৫ | আপডেট: ৩ years আগে
ভারতে প্রায় তিন মাসে সর্বনিম্ন শনাক্ত

করোনা পরিস্থিতির আরও উন্নতি হয়েছে ভারতে। দীর্ঘ ৮৮ দিনের মাথায় দেশটিতে সর্বনিম্ন করোনা রোগী শনাক্ত হয়েছে। সেই সাথে কমেছে মৃত্যুর সংখ্যাও।

এ অবস্থায় করোনার টিকাদান নীতিতেও পরিবর্তন এনেছে মোদি সরকার। আজ থেকে দেশটিতে ১৮ বছরের ঊর্ধ্বে সকল নাগরিকে বিনামূল্যে টিকা দেয়া হবে।

সোমবার সকালে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি সংবাদে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, ভারতে ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ৫৩ হাজার ২৫৬ জন। যা গত প্রায় তিন মাসের মধ্যে সবচেয়ে কম। এ নিয়ে সেখানে ২ কোটি ৯৯ লাখ ৩৪ হাজার ৩৬১ জনের করোনা শনাক্ত হয়েছে। একই সময়ে মৃত্যু হয়েছে ১ হাজার ৪২২ জনের। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ লাখ ৮৮ হাজার ১৬৪ জনে।

এদিকে, ২৪ ঘণ্টায় দেশটিতে সুস্থ হয়েছেন ৭৮ হাজার ১৯০ জন। ফলে ভারতে সুস্থতার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ কোটি ৮৮ লাখ ৪৪ হাজার ১৯৯ জনে।

গত ৭ মে থেকে ভারতে দৈনিক সংক্রমণের সংখ্যা কমছে কমতে শুরু করে। ফলে, রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলো তাদের অর্থনীতিকে পুনরুজ্জীবিত করতে লকডাউন বা লকডাউনের মতো বিধিনিষেধ শিথিল করতে শুরু করেছে।

মোট আক্রান্তের দিক থেকে বিশ্বে দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতে। দেশটি মৃত্যুর দিক থেকে তৃতীয়।

করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু যুক্তরাষ্ট্রে। দেশটিতে আক্রান্তের সংখ্যা তিন কোটি ৪৪ লাখ ৬ হাজার ১৬৬। মৃত্যু হয়েছে ছয় লাখ ১৭ হাজার ১৬৬ জনের। 

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম নতুন করোনাভাইরাসের সংক্রমণ দেখা দেয়। পরে তা সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। গত ১১ মার্চ দুনিয়াজুড়ে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।