ভারতের ত্রিচিতে এনআইটি কলেজ হোস্টেলে গলায় ফাঁস দিয়ে সৌরভসান নামের এক বাংলাদেশি শিক্ষার্থী আত্মহত্যা করেছেন।
শনিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, ওই শিক্ষার্থীর সঙ্গে একই কক্ষে থাকতেন আরেকজন বাংলাদেশি ছাত্র।
তিনি জানান, ক্লাস শেষে সন্ধ্যায় রুমে ফিরে আসেন তিনি। তখন ভেতরের দিক থেকে আটকানো দেখেন দরজা। অনেকক্ষণ দরজায় ধাক্কা দিয়েও না খুলতে পেরে ভেঙে ভেতরে ঢুকেন। সেসময় দেখেন ফ্যানে ঝুলছে সৌরভসন।
সৌরভসানের বাবা বালোবসন। তার বাড়ি বাংলাদেশের খুলনা বাগেরহাটে। সে ত্রিচির এনআইটি কলেজে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং এ দ্বিতীয় বর্ষে পড়ছিলেন।
এনআইটিতে শুধু তামিলনাড়ুই নয়, অন্যান্য রাজ্য এবং অন্য দেশের শিক্ষার্থীরাও পড়াশোনা করে। গত মাসের ৪ তারিখে এ কলেজের করোনার ছুটি শেষ হয়। আর ২৯ তারিখ থেকে ক্লাস শুরু হয়।
স্থানীয় পুলিশ জানায়, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টুভাকুডি সরকারি হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে।
সৌরভসনের আত্মহত্যার কারণ অনুসন্ধান করছে টুভাকুডি থানার পুলিশ।