ভারতে করোনাভাইরাসের সংক্রমণ বাড়তে শুরু করায় দেশটির আকাশপথে ভ্রমণে আবারও কড়াকড়ি আরোপ করা হয়েছে। খবর হিন্দুস্তান টাইমসের।
নতুন নিয়ম অনুযায়ী বিমান ভ্রমণের সময় বাধ্যতামূলকভাবে পরতে হবে মাস্ক। এ নিয়মের অমান্য করলে ফ্লাইট থেকে নামিয়ে দেয়া হবে যাত্রীদের। বুধবার এমন নির্দেশনা দিয়েছে ভারতের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ডিরেক্টরেট জেনারেল অব সিভিল এভিয়েশন (ডিজিসিএ)।
বৃহস্পতিবার হিন্দুস্তান টাইমসের এ প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি দিল্লি হাইকোর্টের পক্ষ থেকে একটি জনস্বার্থ মামলায় একই রায় দেয়া হয়। রায়ের সঙ্গে সামঞ্জস্য রেখেই ডিরেক্টরেট জেনারেল অব সিভিল এভিয়েশন (ডিজিসিএ) কর্তৃপক্ষ এই নির্দেশনা জারি করে।
ডিজিসিএ’র নির্দেশনার মধ্যে রয়েছে, ঊর্ধ্বমুখী করোনা সংক্রমণের কথা মাথায় রেখে এবার থেকে বিমানবন্দরে ও বিমানের ভেতরে বাধ্যতামূলকভাবে মাস্ক পরতে হবে। যদি কোনো যাত্রী এই নিয়ম মানতে অস্বীকার করেন, তাহলে এই আইনের বিরুদ্ধাচরণ বলেই গণ্য করা হবে এবং প্রয়োজনে তাদেরকে বিমান থেকেও নামিয়ে দেয়া যাবে।
এছাড়াও কোনো যাত্রী যদি মাস্ক পরাকে কেন্দ্র করে চরম বিরোধিতা করেন, তবে অভিযুক্তদেরকে ‘নো ফ্লাই’ তালিকাভুক্তি করা হবে।
সকল যাত্রীকেই এই নিয়ম মানতে হবে। বিশেষ কোনো কারণ ছাড়া মাস্ক খোলা যাবে না। বিগত কয়েক সপ্তাহ ধরে ভারতে করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ার কারণেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছে ডিজিসিএ।