ভারতের মহারাষ্ট্রে একটি মন্দিরের সামনে চলছিল ধর্মীয় উৎসব। অনেক ভক্তই ভিড় করেছিলেন সেখানে। কিন্তু এর মধ্যে শুরু হয় প্রবল ঝড়বৃষ্টি। বৃষ্টিতে ভেজা থেকে বাঁচতে মন্দিরের সামনে টিনের শেডের নিচে আশ্রয় নিয়েছিলেন অনেকে। ঝড়বৃষ্টিতে সেই টিনের শেডের উপর ভেঙে পড়ে বড়সড় একটি গাছ। এর জেরে অন্তত সাত জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিক ভাবে জানা গেছে। এ ঘটনায় আরও পাঁচ জন গুরুতর আহত হয়েছেন।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, রোববার রাতে ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের আকোলায়। ঝড়ে নিম গাছ ভেঙে পড়ায় প্রায় ৩০-৪০ জন আটকে পড়েছিলেন। খবর পেয়েই উদ্ধারকারী দল এসে ভাঙা গাছ সরিয়ে তাদের উদ্ধার করেন।
এ ঘটনায় শোক প্রকাশ করেছেন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ। সরকার ক্ষতিগ্রস্তদের জন্য ক্ষতিপূরণের ব্যবস্থা করবেন বলেও জানিয়েছেন তিনি।
তিনি বলেন, ‘টিনের শেডে গাছ ভেঙে পড়ে ভক্তদের মৃত্যুর ঘটনা যন্ত্রণাদায়ক। আকোলা জেলার পারসে ঘটেছে এই ঘটনা। আমি মৃতদের শ্রদ্ধা জানাচ্ছি।’
ফড়নবীশ আরও জানিয়েছেন, সে জেলার পুলিশ সুপার ও জেলা শাসক ঘটনাস্থলে গিয়েছেন। আহতদের সময়ে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি। গুরুতর আহতদের আকোলা জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।