প্রচ্ছদ ›› আন্তর্জাতিক

ভারতে সংক্রমণ বেড়েছে আরও ৪ শতাংশ

আন্তর্জাতিক ডেস্ক
০৬ আগস্ট ২০২১ ১১:১২:১৫ | আপডেট: ৩ years আগে
ভারতে সংক্রমণ বেড়েছে আরও ৪ শতাংশ

একদিনের ব্যবধানে ভারতে আবারও দৈনিক সংক্রমণ বেড়েছে। দৈনিক সংক্রমণ বাড়লেও মৃত্যু কিছুটা কমেছে।

গত ২৪ ঘণ্টায় ভারতে করোনা আক্রান্ত হিসেবে নতুন করে শনাক্ত হয়েছেন ৪৪ হাজার ৬৪৩ জন। যা গতকালের চেয়েও ৪ শতাংশ বেশি। এদিকে একই সময় করোনায় আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ৪৬৪ জন।

শুক্রবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশটিতে দৈনিক মৃত্যু কিছুটা কমলেও বেড়েছে দৈনিক সংক্রমণ।

আগেরদিন ভারতে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছিলেন ৪২ হাজার ৯৮২ জন। এদিন করোনা আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছিলেন ৫৩৩ জন।

এদিকে এখন পর্যন্ত ভারতে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ লাখ ২৬ হাজার ৭৫৪ জন। আর দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ১৮ লাখ ৫৬ হাজার ৭৫৭ জন।

ভারতে এখন পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন মোট ৩ কোটি ১০ লাখ ১৫ হাজার ৮৪৪ জন। এদের মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪১ হাজার ৯৬ জন।

এদিকে গত ২৪ ঘণ্টায় ভারতে সক্রিয় রোগী বেড়েছে আরও ৩ হাজার ৮৩ জন। এই মুহূর্তে দেশটিতে সক্রিয় রোগীর সংখ্যা ৪ লাখ ১৪ হাজার ১৫৯ জন।