প্রচ্ছদ ›› আন্তর্জাতিক

ভারতে সড়ক দুর্ঘটনায় ১৮ শ্রমিক নিহত

আন্তর্জাতিক ডেস্ক
২৮ জুলাই ২০২১ ১০:১৬:৪৭ | আপডেট: ৩ years আগে
ভারতে সড়ক দুর্ঘটনায় ১৮ শ্রমিক নিহত

ভারতে সড়ক দুর্ঘটনায় ১৮ শ্রমিক নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২৫ জন।

বুধবার সকালে ভারতের উত্তরপ্রদেশের রাজধানী লখনৌ থেকে ২৮ কিলোমিটার দূরের বারাবানকি জেলায় এ দুর্ঘটনা ঘটে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

জানা যায়, নিহত শ্রমিকরা বিহারের বাসিন্দা। তারা মঙ্গলবার রাতে হরিয়ানা থেকে এসেছিলেন।

এদিকে রাতে বাসটি যাত্রা বিরতি দিলে শ্রমিকরা ওই বাসের সামনেই রাস্তায় ঘুমিয়ে যান।

এসময় দ্রুত গতিতে আসা একটি ট্রাক পেছন দিক থেকে বাসটিকে ধাক্কা দিয়ে যাওয়ায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

ঘুমিয়ে থাকার কারণে বাসের পেছন দিকে ট্রাকের ধাক্কা লাগলেও কেউই কিছু বুঝে উঠতে পারেননি। এমনকি সেখান থেকে সরে যাওয়ারও সুযোগ পাননি। কিছু বুঝে ওঠার আগে একসঙ্গে প্রাণ হারান ১৮ শ্রমিক।

দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়েছে।