ইউক্রেনে যেসব ক্ষেপণাস্ত্র হামলা করছে রাশিয়া, সেগুলো সাবেক সোভিয়েত যুগের বলে জানিয়েছেন ইউক্রেনের সশস্ত্র বাহিনীর এক ব্রিগেডিয়ার জেনারেল। ভুল করে পুরনো মিসাইল ছোড়ায় সাধারণ মানুষের ক্ষতি বাড়ছে বলেও মনে করেন তিনি। খবর আল জাজিরার।
তিনি বলেন, রাশিয়া ইউক্রেনে তার ৫০ শতাংশের বেশি হামলার জন্য পুরানো সোভিয়েত স্টক থেকে ভুল ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে এবং গত দুই সপ্তাহে হামলার হার দ্বিগুণেরও বেশি।
সম্প্রতি ইউক্রেনের বিভিন্ন লক্ষ্যবস্তুতে আঘাত করেছে রাশিয়ান ক্ষেপণাস্ত্র, যার মধ্যে ক্রেমেনচুকের কেন্দ্রীয় শহরের একটি শপিং সেন্টারে কমপক্ষে ১৮ জন নিহত হয়েছে।
ব্রিগেডিয়ার জেনারেল ওলেক্সি হরমোভ বৃহস্পতিবার একটি সংবাদ সম্মেলনে বলেন, রাশিয়া সামরিক এবং সমালোচনামূলক অবকাঠামোতে আঘাত করার চেষ্টা করছে, তবে পুরনো সোভিয়েত-যুগের ক্ষেপণাস্ত্রের ব্যবহার বেসামরিক জীবনের বেশ ক্ষতি হচ্ছে।
ব্রিগেডিয়ার জেনারেল বলেন, জুনের দ্বিতীয়ার্ধে ইউক্রেনে ২০২টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে, মাসের প্রথম ১৫ দিনে যার সংখ্যা ছিল ১২০টি। মাসের দ্বিতীয়ার্ধে ৬৮টি বেসামরিক লক্ষ্যবস্তু ধ্বংস হয়েছে।