প্রচ্ছদ ›› আন্তর্জাতিক

ভূমিকম্পে ইন্দোনেশিয়ায় নিহত ৪৭

আন্তর্জাতিক ডেস্ক
২১ নভেম্বর ২০২২ ১৬:১৪:১৮ | আপডেট: ২ years আগে
ভূমিকম্পে ইন্দোনেশিয়ায় নিহত ৪৭

ইন্দোনেশিয়ার দ্বীপ জাভায় ৫ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে । সোমবার আঘাত হানা এ ভূমিকম্পে এখন পর্যন্ত ৪৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে (খবর এনডিটিভি)।

সিয়ানজুর প্রশাসনের মুখপাত্র অ্যাডাম বলেন, ভূমিকম্পে কয়েক ডজন লোকের প্রাণহানি ঘটেছে। এ ছাড়া এতে হাজার হাজার বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন পর্যন্ত ৪৭ জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে।

স্থানীয় বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে। দেশটির জাতীয় দুর্যোগ প্রশমন সংস্থা জানিয়েছে, ক্ষতিগ্রস্ত ভবনের মধ্যে একটি ইসলামিক বোর্ডিং স্কুল, হাসপাতাল এবং সরকারি স্থাপনাও আছে। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।