রিখটার স্কেলে ছয় মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে নেপালে। এতে কেঁপেছে ভারতের বেশকিছু অঞ্চলও। তবে এখন পর্যন্ত হতাহতের খবর পাওয়া যায়নি। খবর এনডিটিভির।
ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি তথ্য অনুযায়ী, নেপালে স্থানীয় সময় রোববার সকাল ৮টা ১৩ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়। কাঠমান্ডু থেকে ১৪৭ কিমি দূরে ১০ কিমি গভীরে ছিল ভূমিকম্পের কেন্দ্রস্থল।
আরও পড়ুন- ব্রিজ ভেঙে দিচ্ছে ইউক্রেন, প্রবল যুদ্ধে শতাধিক রুশ সেনা নিহত
এর কম্পন অনুভূত হয় শিলিগুড়িসহ দার্জিলিং, কালিম্পং, কার্শিয়াঙ, বিহারের সীতামারি, মুজাফফরপুর ও ভাগলপুরেও।
নেপালের ধিতুং ভারতের মুজাফফরপুর থেকে ১৭০ কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থিত। কম্পনে আতঙ্কিত হয়ে পড়েন বিহারের বাসিন্দারা।