প্রচ্ছদ ›› আন্তর্জাতিক

ভূমিকম্পে কাঁপল মধ্যপ্রাচ্যের ৬ দেশ

আন্তর্জাতিক ডেস্ক
১৪ নভেম্বর ২০২১ ১৯:৪২:০১ | আপডেট: ২ years আগে
ভূমিকম্পে কাঁপল মধ্যপ্রাচ্যের ৬ দেশ

ইরানের দক্ষিণাঞ্চলে দুটি শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। এতে দেশটির দক্ষিণের বন্দর আব্বাস শহরে বেশ কিছু বাড়িঘর ধ্বংস হয়েছে বলে জানা গেছে।

রোববার দেশটির সরকারি সংবাদসংস্থা আইএসএনএর বরাত দিয়ে এসব তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

জানা গেছে, স্থানীয় সময় বিকেল ৩টা ৩৮ মিনিটের দিকে ইরানের দক্ষিণের বন্দর আব্বাস শহর ভূমিকম্পে কেঁপে ওঠে। রিখটার স্কেলে এ ভূমিকম্পের মাত্রা ছিল ৬.৩।

প্রত্যক্ষদর্শী এবং স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে আইএসএনএ বলছে, কিছুক্ষণের ব্যবধানে আবারও কেঁপে শহরটি। রিখটার স্কেলে দ্বিতীয় ভূমিকম্পের মাত্রা ছিল ৬.৪।

এদিকে ইরানে আঘাত হানা এই ভূমিকম্প মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতের দুবাই ও শারজাহ শহর, কাতার, বাহরাইন, ওমান এবং সৌদি আরবেও অনুভূত হয়েছে বলে জানিয়েছে খালিজ টাইমস।

ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ইরানের হরমুজগান প্রদেশের রাজধানী বন্দর আব্বাসের উত্তরপশ্চিমের ৫৪ কিলোমিটার দূরে। ভূমিকম্পের এই উৎপত্তিস্থল দুবাই শহর থেকে ২৭৮ কিলোমিটার উত্তরে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপসংস্থা ইউএসজিএস বলছে, বন্দর আব্বাসের ৫৪ কিলোমিটার উত্তরপশ্চিমে ভূপৃষ্টের প্রায় ১০ কিলোমিটার গভীরে ওই ভূমিকম্পের উৎপত্তি হয়েছে। ভূমিকম্পটি অগভীর হওয়ায় দেশটিতে ক্ষয়ক্ষতি বৃদ্ধির সম্ভাবনা রয়েছে।