সিরিয়ায় গত ৬ ফেব্রুয়ারির ভয়াবহ ভূমিকম্পের রেশ কাটতে না কাটতেই সেখানে হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। এ ঘটনায় এখন পর্যন্ত ৫৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। (খবর আল-জাজিরার)।
সিরিয়া সরকার এই হামলার জন্য ইসলামিক স্টেটসকে (আইএস) দায়ী করেছে।
দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত খবরে বলা হয়েছে, শুক্রবার সকালে হোমস প্রদেশের আর-শোখনা শহরের মরুভূমিতে এলোপাতাড়ি গুলি চালায় আইএসের সন্ত্রাসীরা। এতে অন্তত ৫৩ জন নিহত হন। তবে এই হামলার দায় এখন পর্যন্ত আইএস স্বীকার করেনি।
পালমিরা হাসপাতালের পরিচালক ওয়ালিদ জানান, নিহতদের মধ্যে ৪৬ জন বেসামরিক লোক এবং সাতজন সেনা রয়েছেন। আহত পাঁচজনকে অন্য হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
হামলায় বেঁচে যাওয়া এক ব্যক্তি বলেন, আইএস যোদ্ধারা তাদের গাড়ি পুড়িয়ে দিয়েছে।
ভূমিকম্পে বিধ্বস্ত সিরিয়ায় গত কয়েকদিনে হাজার হাজার মানুষের প্রাণহানি ঘটেছে। এখনো দেশটির বিধ্বস্ত ভবনের নিচে চাপা পড়ে আছেন অনেকে। ঘরছাড়া হয়েছে লাখ লাখ মানুষ। এর মধ্যেই দেশটিতে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটলো।