ভেনিজুয়েলায় ভূমিধসে নিখোঁজদের উদ্ধারে সোমবার জোর তৎপরতা শুরু হয়েছে। উদ্ধারকর্মীদের পাশাপাশি প্রতিবেশিরাও এ তৎপরতায় যোগ দিয়েছে।
দেশটিতে ভূমিধসে অন্তত ৩৬ জন মারা গেছে। নিখোঁজ রয়েছে ৫৬ জনেরও বেশি।
প্রবল বৃষ্টিতে নদীর পানি উপচে ভূমিধসের এ ঘটনা ঘটে। এতে রাজধানী কারাকাস থেকে ৫০ কিলোমিটার দূরের লাস তেজেরিয়াসে শনিবার রাতে বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠান ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং এলাকাটি কাদা ও আবর্জনায় ঢাকা পড়ে।
নিখোঁজদের খোঁজার জন্যে তিন হাজারেরও বেশি লোক উদ্ধার কাজে অংশ নিয়েছে।
এর আগে ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ ঘটনাস্থলে স্থানীয় সংবাদ মাধ্যমকে ব্যাপক ক্ষয়ক্ষতির কথা জানিয়েছেন।
স্বরাষ্ট্রমন্ত্রী রেমিগিও সিবালস বলেছেন, এই দুর্যোগে অন্তত ৩৬ জন প্রাণ হারিয়েছে। আরো ৫৬ জন নিখোঁজ রয়েছে।
এর আগে তিনি ২৫ জনের প্রাণহানির কথা জানিয়েছিলেন।