প্রচ্ছদ ›› আন্তর্জাতিক

মদ বিক্রির রেকর্ড

আন্তর্জাতিক ডেস্ক
২২ মার্চ ২০২২ ০৯:৪০:১৫ | আপডেট: ২ years আগে
 মদ বিক্রির রেকর্ড

ভারতের পশ্চিমবঙ্গ সরকারের বড় অংকের আয় আসে মদের ওপর আবগারি শুল্ক থেকে। এবার সেই শুল্কের পরিমাণ রেকর্ড করেছে, মানে ৪ দিনেই ২০০ কোটি টাকার মদ বিক্রি হয়েছে। খবর আকাশবার্তার।

পত্রিকাটির খবরে বলা হয়, দোল পূর্ণিমা এবং হোলি উপলক্ষে রীতিমতো উৎসবে মজেছিলেন রাজ্যবাসী। আর এই উৎসবের প্রাক্কালে রীতিমতো লক্ষী লাভ করল রাজ্যের আবগারি দপ্তর। জানা গেছে দলের সপ্তাহান্তে মদ বিক্রিতে রেকর্ড হয়েছে রাজ্যে । গত বৃহস্পতিবার থেকে রবিবার এই চার দিনে ব্যাপক পরিমাণে মদ বিক্রি হয়েছে রাজ্যের মাটিতে। ‌

 
গত শুক্রবার ছিল দোল পূর্ণিমা এবং গত শনিবার ছিল হোলি। ‌ বৃহস্পতিবার থেকেই রীতিমত মদের ফোয়ারায় মজেছেন সুরা প্রেমীরা। রবিবার পর্যন্ত লম্বা ছুটি পাওয়ায় রাজ্যে সুরাপ্রেমীরা ব্যাপক মদ কিনেছেন। আবগারি দপ্তর সূত্রে জানা গিয়েছে ৪ দিনে অন্তত ২০০ কোটি টাকার মদ বিক্রি হয়েছে। অর্থাৎ ১১ দিনে গড়ে ৫০ কোটি টাকার মদ বিক্রি হয়েছে। তবে গত শুক্রবার বিকেল পর্যন্ত বন্ধ ছিল মদের দোকান।