বিশ্বের অন্যতম বৃহত্তম গম রফতানিকারক দেশ রাশিয়া ও ইউক্রেন। বিশ্বব্যাপী গম রপ্তানির ৩০ শতাংশই এ দুই দেশের।
গত ২৪ ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে হামলা চালাচ্ছে রুশ বাহিনী। এ কারণে রাশিয়ার উপর পশ্চিমা দেশগুলো একের পর এক দিচ্ছে নিষেধাজ্ঞা।
সংঘাতের কারণে ইউক্রেনের রফতানি কার্যক্রম ব্যাহত হচ্ছে। নিজেদের খাদ্য সংকট রোধে এরই মধ্যে গম, ভুট্টাসহ বেশ কয়েকটি কৃষিপণ্য রপ্তানি নিষিদ্ধ করেছে ইউক্রেন।
এ অবস্থায় আশঙ্কা করা হচ্ছে, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ দীর্ঘসময় ধরে চলতে থাকলে মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার দেশগুলোতে খাদ্য সংকট দেখা দিতে পারে। খবর ডয়চে ভেলের।
গণমাধ্যমটির খবরে বলা হয়, মিশর বিশ্বের বৃহত্তম গম আমদানিকারক দেশ। চাহিদার ৭০ ভাগ গমই তারা আমদানি করে রাশিয়া ও ইউক্রেন থেকে। তিউনিশিয়ার তার চাহিদার ৮০ ভাগ আমদানি করে রাশিয়া ও ইউক্রেন থেকে। লেবানন শুধু ইউক্রেন থেকেই ৬০ ভাগ গম আমদানি করে। ইউক্রেনে সংঘাত শুরু হওয়ায় খাদ্যশস্য রফতানি বাধাগ্রস্ত হচ্ছে। এ সংঘাত দীর্ঘ সময় ধরে চলতে থাকলে পরিস্থিতির আরও অবনতি হবে।
চীন ও ভারতের পর রাশিয়া বৃহত্তম গম উৎপাদক ও রফতানিকারক দেশ। ইউক্রেনও বিশ্বের অন্যতম বৃহত্তম গম রফতানিকারক দেশ। আগামী মৌসুমে ইউক্রেনের কৃষকরা গম উৎপাদন শুরু করতে পারবেন কী না কিংবা পারলেও উপযুক্ত অবকাঠামো পাবেন কী না- তা নিয়েও আশঙ্কা দেখা দিয়েছে।