নন্দীগ্রাম মামলা থেকে সরে দাঁড়িয়েছেন বিচারপতি কৌশিক চন্দ। তবে সরে দাঁড়ানোর আগে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে ৫ লাখ রুপি জরিমানা করেছেন এই বিচারক।
বিচার ব্যবস্থাকে কলুষিত করার অভিযোগে মমতাকে এই জরিমানা করা হয়েছে বলে জানান কলকাতার হাইকোর্টের এই বিচারক।
জরিমানার অর্থ কলকাতা হাইকোর্টের বার কাউন্সিলে জমা দেওয়ার নির্দেশ দিয়েছে আলাদত। নির্দেশে বলা হয়েছে, করোনাভাইরাসের ফলে সৃষ্ট মহামারিতে ক্ষতিগ্রস্ত আইনজীবীদের সাহায্যে জরিমানার এই অর্থ খরচ করা হবে।
এর আগে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম আসনের ভোটের ফলাফল প্রত্যাখ্যান করে মামলা দায়ের করে রাজ্যের ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেস।
এদিকে সর্বশেষ বিধানসভা নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দুতে নন্দীগ্রাম। এই আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন মমতা নিজেই। কিন্তু ওই নির্বাচনে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) মনোনীত প্রার্থী শুভেন্দু অধিকারীর কাছে পরাজিত হন তিনি।
পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে জয় পেলেও নন্দীগ্রামের ফলাফল প্রত্যাখ্যান করে তৃণমূল কংগ্রেস। দলটির পক্ষ থেকে অভিযোগ করা হয়, প্রভাব খাটিয়ে ওই আসনে জয় লাভ করেন শুভেন্দু। এখানেই শেষ নয়। এই অভিযোগে দলের পক্ষ থেকে কলকাতা হাইকোর্টে একটি মামলাও দায়ের করা হয়।