প্রচ্ছদ ›› আন্তর্জাতিক

মহিলা বিষয়ক মন্ত্রণালয় বন্ধ করে ‘নৈতিকতা বিভাগ’ চালু করল তালেবান

আন্তর্জাতিক ডেস্ক
১৯ সেপ্টেম্বর ২০২১ ১৫:২৭:০১ | আপডেট: ৩ years আগে
মহিলা বিষয়ক মন্ত্রণালয় বন্ধ করে ‘নৈতিকতা বিভাগ’ চালু করল তালেবান

আফগানিস্তানের মহিলা বিষয়ক মন্ত্রণালয় বন্ধ করে দিয়ে সেখানে ‘নৈতিকতা সংক্রান্ত একটি বিভাগ’ চালু করেছে তালেবান।

এরই অংশ হিসেবে শুক্রবার দেশটির রাজধানী কাবুলে নারী বিষয়ক মন্ত্রণালয়ে নৈতিকতা বিভাগ নামে নতুন মন্ত্রণালয়ের সাইনবোর্ড লাগানো হয়।

তালেবানদের এমন কর্মকাণ্ডে হতবাক দেশটির নারী ও সচেতন সমাজ। এদিকে কেউ কেউ বলছেন, এটা প্রত্যাশিতই ছিল।

তালেবানদের নারী বিদ্বেষী আচরণের সমালোচনা করে আফগান উইমেনস নেটওয়ার্কের প্রধান মাবুবা সুরজ জানান, নারী ও মেয়েদের উপর তালেবান সরকারের এই নিষেধাজ্ঞা জারি করায় তিনি হতবাক।

এর আগে গত মাসে আফগানিস্তানের রাজধানী কাবুলের নিয়ন্ত্রণ নিজেদের দখলে নিয়েছে তালেবান। ক্ষমতা দখলের পর থেকেই তালেবান বলে আসছে, তারা মেয়েদের শিক্ষা গ্রহণের উপর নিষেধাজ্ঞাসহ আগের মতো কোনো মৌলবাদী নীতিতে ফিরে আসবে না।

এরই মধ্যে মহিলা বিষয়ক মন্ত্রণালয় বন্ধ করে দেওয়ার খবরে পুনরায় নারীদের অধিকার সীমাবদ্ধ করার বিষয়টি আলোচনায় উঠে আসছে।

এর আগে ৯০’র দশকে আফগানিস্তানে আগের শাসনের সময় তালেবানরা কঠোরভাবে ইসলামী আইন প্রয়োগ করে নারীদের শিক্ষার অধিকার থেকে বঞ্চিত করে। এছাড়াও নারীদের উপর নানা ধরনের বিধি-নিষেধ আরোপ করেছিল।