ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী মারিউপোলে লড়াই চালিয়ে যাচ্ছে ইউক্রেনীয় সেনারা। তাদের আত্মসমর্পণে ফের আহ্বান জানিয়ে নতুন করে আল্টিমেটাম দিয়েছে রাশিয়া। নতুন এ সময়সীমায় বুধবারই সেনাদের আত্মসমর্পণ করতে বলেছে রুশ বাহিনী। খবর রয়টার্সের।
বুধবার ব্রিটিশ বার্তা সংস্থাটি জানায়, এর আগেও ইউক্রেনীয় সেনাদের ওই দলটিকে আত্মসমর্পণের আল্টিমেটাম দিয়েছিল মস্কো।
প্রতিবেদনে বলা হয়, আগে দেওয়া আল্টিমেটামে কোনো ইউক্রেনীয় সেনা আত্মসমর্পণ না করায় বুধবার এই একই সময়সীমা ফের নবায়ন করে রাশিয়া। তবে আত্মসমর্পণ না করার অঙ্গীকার করেছেন ইউক্রেনীয় কমান্ডাররা।
মারিউপোল শহরের বেশিরভাগ অংশ দখলে নেওয়ার দাবি করেছে রাশিয়া। তবে ইউক্রেনীয় সেনাদের অবশিষ্ট একটি অংশ শহরটির আজভস্টাল ইস্পাত কারখানায় অবস্থান নিয়েছে। মূলত কারখানার ভেতরে রুশ বাহিনীর হাতে সম্পূর্ণরূপে অবরুদ্ধ অবস্থায় রয়েছে তারা।
এর আগে রাশিয়া জানায়, ইউক্রেনের যেসব সৈন্য ও বিদেশি ভাড়াটে যোদ্ধারা মারিওপোলে এখনো লড়াই করছে, তারা তাদের অস্ত্র সমর্পণ করলে নিরাপত্তা নিশ্চিত করা হবে।
রাশিয়ার দাবি, ইউক্রেনের সৈন্যদের শহরটির একটি ছোট এলাকায় ঘিরে রাখা হয়েছে।
এদিকে, রাশিয়ার সামরিক বাহিনীর অভিযান মোকাবিলা এবং চলমান যুদ্ধে ইউক্রেনকে জয়লাভে সাহায্য করতে কিয়েভকে আরও অস্ত্র পাঠানোর অঙ্গীকার করেছে যুক্তরাষ্ট্রসহ অন্য মিত্র দেশগুলো।