প্রচ্ছদ ›› আন্তর্জাতিক

মারিউপোলে সেনাদের আত্মসমর্পণে সময় বেঁধে দিলো রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক
১৭ এপ্রিল ২০২২ ১০:১২:৫৩ | আপডেট: ২ years আগে
মারিউপোলে সেনাদের আত্মসমর্পণে সময় বেঁধে দিলো রাশিয়া

ইউক্রেনের মারিউপোল শহরে প্রায় দেড় হাজার সেনা রাশিয়ার কাছে আত্মসমর্পণ করেছে। তবে শহরের একটি ইস্পাত কারখানায় ইউক্রেনীয় যোদ্ধাদের একটি দল রয়েছে। দলটিকে আত্মসমর্পণের আল্টিমেটাম দিয়েছে রাশিয়া। খবর আল-জাজিরার।

মস্কোর স্থানীয় সময় রোববার সকাল ৬টা থেকে (বাংলাদেশ সময় সকাল ৯টা) যেসব ইউক্রেনীয় যোদ্ধাদের আত্মসমর্পণ করার নির্দেশ দিয়েছেন রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়।

রোববার আলজাজিরার এক প্রতিবেদনে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইগোর কোনাসেনকোভ দাবি করেন, পুরো মারিউপোল এখন রাশিয়ার হাতে। মারিউপোলে ৪ হাজার ইউক্রেনীয় সেনা নিহত হয়েছে এবং আত্মসমর্পণ করেছে ১ হাজার ৪৬৪ জন সেনা।

এদিকে রাশিয়ার এমন দাবির পর ইউক্রেন এখনো প্রতিক্রিয়া জানায়নি। তবে শনিবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কি জানিয়েছিলেন, এখন পর্যন্ত যুদ্ধে তাদের ৩ হাজার সেনা নিহত হয়েছে। কিন্তু রাশিয়া দাবি মারিউপোলেই ৪ হাজার ইউক্রেনীয় সেনা নিহত হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, রুশ সেনারা ইউক্রেনের অন্যতম প্রধান এই বন্দরনগরী মারিউপোল দখলে নিয়েছে। তবে শহরের একটি ইস্পাত কারখানার ভেতরে ইউক্রেনের যোদ্ধাদের একটি ছোট দল এখনও রয়েছে।

ইউক্রেনীয় এই যোদ্ধাদের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে ইগোর কোনাশেঙ্কোভ বলেন, তাদের (আটকে পড়া ইউক্রেনীয় যোদ্ধাদের) জীবন বাঁচানোর একমাত্র সুযোগ হলো স্বেচ্ছায় অস্ত্র ফেলে দেওয়া এবং আত্মসমর্পণ করা। ইতোমধ্যেই শহরটিতে ১ হাজার ৪৬৪ জন ইউক্রেনীয় সেনা আত্মসমর্পণ করেছে।

গত ২৪ ফেব্রুয়ারি ভোরে ইউক্রেনে হামলা শুরু করে রাশিয়ান সৈন্যরা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের প্রথম দেশ হিসেবে রাশিয়ার সশস্ত্র বাহিনী স্থল, আকাশ ও সমুদ্রপথে ইউক্রেনে এই হামলা শুরু করে। একসঙ্গে তিন দিক দিয়ে হওয়া এই হামলায় ইউক্রেনের বিভিন্ন শহরে রাশিয়ার ক্ষেপণাস্ত্র পড়েছে বৃষ্টির মতো।