যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগের সদর দপ্তর পেন্টাগনের গোপন তথ্য ফাঁস হওয়ার ঘটনায় দেশটিতে ব্যাপক আলোচনা সমালোচনা চলছে। এ নিয়ে বেশ অস্বস্তিতে পড়েছে দেশটি। তবে এ ঘটনায় ইতোমধ্যে ২১ বছর বয়সী এক যুবককে আটক করা হয়েছে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, আটক জ্যাক টেইক্সেইরা যুক্তরাষ্ট্রের এয়ার ন্যাশনাল গার্ডের সদস্য। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি অনলাইন গেমের একটি চ্যাটরুমে গোপন ফাইলগুলো শেয়ার করেছিলেন।
ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে, টেইক্সেইরার ম্যাসাচুসেটসের বাসভবন ঘেরাও করা হয়। এরপর এফবিআই কর্মকর্তাদের দেখে দু'হাত তোলেন তিনি। পরে কর্মকর্তারা হ্যান্ডকাপ পরিয়ে তাকে নিয়ে যায়।
বিবিসি বলছে, তিনি যেসব গোয়েন্দা প্রতিবেদন ফাঁস করেছেন সেগুলো ইউক্রেন যুদ্ধ এবং মিত্রদের ওপর যুক্তরাষ্ট্রের নজরদারির বিষয়ে। ধারণা করা হচ্ছে, দেশটির স্থানীয় সময় শুক্রবারই টেইক্সেইরাকে আদালতে তোলা হবে। জ্যাক ম্যাসাচুসেটস এয়ার ন্যাশনাল গার্ডের গোয়েন্দা ইউনিটের একজন সদস্য।
ম্যাক্স যেসব গোয়েন্দা প্রতিবেদন ফাঁস করেছেন সেগুলো ইউক্রেন যুদ্ধ এবং মিত্রদের ওপর যুক্তরাষ্ট্রের নজরদারির বিষয়ে
সিবিএস নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, কয়েক মাস আগেই কমপক্ষে ৫০ থেকে শুরু করে একশর বেশি গোপনীয় প্রতিবেদন ডিসকর্ড নামক সামাজিক মাধ্যমে দেয়া হয়। এটি গেমারদের কাছে খুবই জনপ্রিয় মাধ্যম।
বিবিসি কিছু ডকুমেন্ট পরীক্ষা করেছে। সেখানে ইউক্রেন যুদ্ধ নিয়ে গোয়েন্দা প্রতিবেদন ছাড়াও অন্য কিছু দেশ সম্পর্কে স্পর্শকাতর তথ্য ছিলো।
২০১৯ সালে চাকরিতে যোগ দেন জ্যাক টেইক্সেইরা। তার অফিশিয়াল পদবি হলো সাইবার ট্রান্সপোর্ট সিস্টেম জার্নিম্যান। তিনি জুনিয়র পর্যায়ের একজন কর্মকর্তা।
এর আগে গতকাল তাকে আটকের পর যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল মেরিক গারল্যান্ড বলেছেন, কোনো দুর্ঘটনা ছাড়াই সন্দেহভাজন ব্যক্তিকে নিরাপত্তা হেফাজতে নেয়া হয়েছে। তবে এ বিষয়ে তিনি বিস্তারিত আর কিছু বলেননি।
তবে আলাদা এক সংবাদ সম্মেলনে মার্কিন ডিফেন্স বিভাগের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল প্যাট রাইডার বলেন, এই পেন্টাগনের নথি ফাঁসের ঘটনা একটি ‘ইচ্ছাকৃত অপরাধমূলক কাজ’।
তবে তরুণ এক এয়ারম্যান কীভাবে এ ধরনের গোয়েন্দা প্রতিবেদনে প্রবেশাধিকার পেলো এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীতে এর সদস্যরা অল্প বয়স থেকেই অনেক দায়িত্বের জন্য বিশ্বস্ত হয়ে থাকেন। একজন প্লাটুন সার্জেন্ট এর কথাই ধরুন। যুদ্ধের সময় একটি দলকে সামনে এগিয়ে যাওয়ার কাজ এসব ব্যক্তির ওপর দেয়া হয় দায়িত্বশীলতা ও বিশ্বাস থেকে।