মিয়ানমারে বন্দি যুক্তরাষ্ট্রের সাংবাদিক ড্যানি ফেনস্টারকে ১১ বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির সামরিক আদালত।
শুক্রবার ড্যানির আইনজীবী থান জাও অংয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, অভিবাসন আইন লঙ্ঘন, মিয়ানমারে বেআইনি চলাফেরা ও সামরিক আইনের বিরোধী মতকে উৎসাহিত করার জন্য দোষী সাব্যস্ত করে ড্যানিকে ১১ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
অনলাইনভিত্তিক সংবাদমাধ্যম ‘ফ্রন্টিয়ার মিয়ানমার’র ব্যবস্থাপনা সম্পাদকের দায়িত্বে আছেন ৩৭ বছর বয়সী ড্যানি। তাকে দেওয়া কারাদণ্ডকে ‘আইনের অধীনে যতটা সম্ভব কঠোর’ বলে আখ্যায়িত করেছে ম্যাগাজিনটি।
ফেনস্টারের এ রায়ের প্রতিক্রিয়ায় ফ্রন্টিয়ার মিয়ানমারের এডিটির-ইন-চিফ থমাস কিন জানিয়েছেন, যেসব অভিযোগে ড্যানিকে কারাদণ্ড দেওয়া হয়েছে, তার কোনও ভিত্তি নেই। কারাদণ্ডের এই রায়ে ফ্রন্টিয়ারের সবাই খুবই হতাশ। আমরা তার দ্রুত মুক্তি চাই যেন তিনি পরিবারের কাছে যেতে পারেন।
এর আগে গত মে মাসে দেশ ছাড়ার সময় ইয়াঙ্গুন বিমানবন্দর থেকে ড্যানি ফেনস্টারকে আটক করে মিয়ানমারের জান্তা সরকার। এরপর থেকেই কারাগারে বন্দি রয়েছেন তিনি।
এদিকে গত সপ্তাহে ফেনস্টারের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ ও সন্ত্রাসবাদের দুটি অভিযোগ আনা হয়। নতুন এই অভিযোগে আগামী ১৬ নভেম্বর থেকে তার বিচার শুরু হবে জানা গেছে।