ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য পশ্চিমবঙ্গের মালদায় স্কুলবাস উল্টে রাস্তার পাশের খাদে পড়ে কমপক্ষে ৩০ শিক্ষার্থী আহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
শনিবার দুপুর আড়াইটার দিকে জেলার ইংরেজবাজার এলাকার লক্ষ্মীপুরে এ দুর্ঘটনাটি ঘটে।
মালদা পুলিশ প্রধান প্রদীপ যাদব মিডিয়াকে বলেন, বাসটি সরকারি মালিকানাধীন কেন্দ্রীয় বিদ্যালয় থেকে ৭০ জন শিক্ষার্থীকে বাড়ি নিয়ে যাচ্ছিল। চালক গাড়ির নিয়ন্ত্রণ হারানোর কারণে দুর্ঘটনাটি ঘটে।
তিনি আরও বলেন, প্রায় ১৫ জন শিক্ষার্থীকে রাষ্ট্রীয় মালিকানাধীন মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তাদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
দুর্ঘটনার তদন্তের নির্দেশ দেয়া হয়েছে বলে জানিয়েছেন পুলিশ প্রধান।
আরও পড়ুন- ভারতে ভয়াবহ ভূমিধসে নিহত ২৪