দক্ষিণ আমেরিকা, এশিয়া ও আফ্রিকায় মিত্র দেশগুলোর সঙ্গে সম্পর্ক আরও এগিয়ে নেবে মস্কো। একই সঙ্গে এসব দেশকে সর্বাধুনিক অস্ত্র বিক্রি ও সামরিক প্রযুক্তি উন্নয়নে সহযোগিতা করবে বলে জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। খবর আল জাজিরার।
সোমবার মস্কোয় এক অস্ত্র প্রদর্শনীতে এক বক্তব্যে এসব কথা বলেন পুতিন।
চলতি বছরের ফেব্রুয়ারিতে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া। এরপর পাঁচ মাসেরও বেশি সময় ধরে অভিযান অব্যাহত রয়েছে। রুশ বাহিনীর ‘বিশেষ সামরিক অভিযান’র ১৭৩তম দিন সোমবার মস্কোয় ‘আর্মি-২০২২’ শীর্ষক বিশাল এক অস্ত্র প্রদর্শনীর আয়োজন করে পুতিন প্রশাসন। প্রদর্শনীতে রাশিয়ার সামরিক সক্ষমতা তুলে ধরা হয়।
পুতিন বলেন, ‘আমরা আমাদের মিত্রদের ছোট অস্ত্র থেকে শুরু করে সাঁজোয়া যান, আর্টিলারি থেকে যুদ্ধবিমান এবং মনুষ্যবিহীন ড্রোনের মতো সর্বাধুনিক অস্ত্র সরবরাহ করতে প্রস্তুত রয়েছি।’
আরও পড়ুন- ক্ষেপণাস্ত্র হামলায় ৩ সিরীয় সেনা নিহত
এদিকে ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চলে হামলা অব্যাহত রেখেছে রাশিয়া। ইউক্রেনীয় বাহিনী জানিয়েছে, রুশ বাহিনী দোনেৎস্ক অঞ্চলের বেশ কয়েকটি এলাকায় তীব্র গোলাবর্ষণ করেছে। এর মধ্যদিয়ে সামনের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করছে তারা। তবে এসব হামলার অনেক প্রতিহত করতে সক্ষম হয়েছে বলে দাবি করেছে ইউক্রেনীয় বাহিনী।
পশ্চিমা সামরিক বিশ্লেষকরা অবশ্য বলছেন, রুশ সমরাস্ত্রের অপেক্ষাকৃত দুর্বল পারফরম্যান্সের কারণে সম্ভাব্য ক্রেতাদের কাছে হয়তো দেশটির সামরিক সরঞ্জাম আকর্ষণ হারাতে পারে। উদাহরণ হিসেবে ভারতের কথা বলা যায়। এই দেশটিও একসময় রুশ সামরিক প্রযুক্তির ওপর ব্যাপকভাবে নির্ভরশীল ছিল।