মিশরের রাজধানী কায়রোতে কপ্টার একটি গির্জায় অগ্নিকাণ্ডে ন্তত ৪১ জন নিহত হয়েছে। রোববার গির্জার কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন।
কর্মকর্তারা জানিয়েছেন, রাজধানীর উত্তর-পশ্চিমাঞ্চলীয় শ্রমজীবী জেলা ইম্বাবার আবু সিফাইন গির্জায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা এখনও জানা যায়নি।
কপ্টরা হল মধ্যপ্রাচ্যের বৃহত্তম খ্রিস্টান সম্প্রদায়, মিশরের ১০৩ মিলিয়ন মানুষের মধ্যে অন্তত ১০ মিলিয়ন কপ্টরা।
বিগত বছরগুলোতে মিশরে পর পর বেশ কয়েকটি মারাত্মক দাবানল হয়েছে।
২০২১ সালের মার্চ মাসে, কায়রোর পূর্ব শহরতলিতে একটি টেক্সটাইল কারখানায় আগুনে কমপক্ষে ২০ জন মারা যান।
২০২০ সালে দুটি হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনায় ১৪ জন করোনা রোগীর মৃত্যু হয়।