টানা তৃতীয়বারের মতো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করার জন্য ভবানীপুরের উপ-নির্বাচনে জয়ের কোনো বিকল্প ছিল না মমতা ব্যানার্জীর সামনে। কঠিন এই সমীকরণকে সহজ করে ভবানীপুরে বিধানসভার উপ-নির্বাচনে ৫৮ হাজার ৮৩২ ভোটের ব্যবধানে বড় জয় পেয়েছেন তৃণমূল কংগ্রেসের এই নেত্রী।
উপ-নির্বাচনে জয়ের ফলে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করার জন্য মমতার সামনে আর কোনো বাধা থাকলো না।
রোববার স্থানীয় সময় সকাল আটটা থেকে শুরু হয় ভবানীপুর উপ-নির্বাচনের ভোট গণনা।
এদিন ভোট গণনার শুরু থেকেই এগিয়ে ছিলেন মমতা। শেষ পর্যন্ত ২১ রাউন্ডের ভোট গননা শেষে ৫৮ হাজার ৮৩২ ভোটের ব্যবধানে জয় পান তিনি। তাতে টানা তৃতীয় মেয়াদে পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন তৃণমূল কংগ্রেস নেত্রী।
এক প্রতিবেদনে ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার জানায়, ভবানীপুর উপ-নির্বাচনে ভোট পড়েছে ৫৭ শতাংশের বেশি। এর মধ্যে মমতা ৮৪ হাজারের বেশি ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির প্রিয়াংকা টিবরেওয়াল পেয়েছেন ২৬ হাজারের বেশি ভোট।
এর আগে গেল ৩০ সেপ্টেম্বর ভবানীপুরে উপ-নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
এদিকে এবারের বিধানসভা নির্বাচনে পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম আসনে প্রার্থী হয়েছিলেন মমতা। কিন্তু সেখানে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর কাছে ১ হাজার ৯৫৬ ভোটে পরাজিত হন তিনি।
নন্দীগ্রামে হারলেও মমতাকে মুখ্যমন্ত্রী হিসেবে মমতার নাম ঘোষণা তৃণমূল কংগ্রেস। কিন্তু সাংবিধানিক বিধি অনুযায়ী, মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে বিধানসভা নির্বাচনের ছয় মাসের মধ্যে রাজ্যের যেকোনো আসন থেকে জিতে আসতে হতো মমতাকে।