প্রচ্ছদ ›› আন্তর্জাতিক

মুম্বাইয়ে টিকার পরিবর্তে দেয়া হয়েছে ‘লবণ পানি’

আন্তর্জাতিক ডেস্ক
২৬ জুন ২০২১ ১১:০৫:২৪ | আপডেট: ৩ years আগে
মুম্বাইয়ে টিকার পরিবর্তে দেয়া হয়েছে ‘লবণ পানি’

কলকাতায় সম্প্রতি ভুয়া ভ্যাকসিনের বিষয়টি সামনে এসেছে। তবে এর আগেই মুম্বাইয়েও ভুয়া প্রতিষেধকের ঘটনা জনসমক্ষে এসেছিল। এখন পর্যন্ত সেখানে ‘নকল’ প্রতিষেধক নিয়েছেন প্রায় দু’হাজার মানুষ।

মোট সাতটি এফআইআর দায়ের হয়েছে এ ঘটনায়। গ্রেপ্তার করা হয়েছে ১০ জনকে। খবর আনন্দবাজারের।

মুম্বাই পুলিশের যুগ্ম কমিশনার (আইনশৃঙ্খলা) বিশ্বাস নাংরে পাটিল জানিয়েছেন, প্রতারণার ফাঁদ পেতে সংগৃহীত ১২ লাখ ৪০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। মূল অভিযুক্ত মণীশ ত্রিপাঠী ও মহেন্দ্র সিংহের ব্যাঙ্ক অ্যাকাউন্ট বাজেয়াপ্ত করা হয়েছে। এর পাশাপাশি পুলিশ জানিয়েছে, আটটি ভুয়া ভ্যাকসিন শিবিরের আয়োজন করেছিল অভিযুক্তরা। পুলিশের দাবি, এক অভিযুক্ত জানিয়েছে, মুম্বাইয়ের এক হাসপাতাল থেকে তারা কোভিশিল্ডের ভায়াল জোগাড় করেছিল।

মুম্বাই পুলিশ জানিয়েছে, যারা ওই শিবিরে গিয়েছিলেন, তাদের সম্ভবত ‘লবণ পানি’ দেওয়া হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে অনিচ্ছাকৃত হত্যার মামলা দায়ের করেছে পুলিশ।

১৭ জুন কান্দিভলী পশ্চিমের এক আবাসনে প্রথম ভুয়া ভ্যাকসিনের ঘটনা সামনে আসে। তার পরে বোরীভলী, অন্ধেরী, খার, পারেল, মালাড-সহ মোট ৯টি জায়গায় ভুয়া ভ্যাকসিন শিবিরের খোঁজ মিলেছে। আশঙ্কা করা হচ্ছে, আরও অনেক অঞ্চলেও নকল প্রতিষেধকের ফাঁদ পেতেছিল জালিয়াতরা।

এই ঘটনায় শুক্রবার বিশেষ তদন্তকারী দল গঠন করেছ মুম্বাই পুলিশ। 

গত মঙ্গলবার বম্বে হাই কোর্ট বিএমসি-কে নির্দেশ দিয়েছিল, ভুয়া প্রতিষেধকের ভায়ালে কী ছিল এবং টিকাপ্রাপকদের শারীরিক অবস্থা খতিয়ে দেখে তাঁদের জন্য টিকাকরণের বন্দোবস্ত করার।