করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের সংক্রমণ রোধে মুম্বাইয়ে দুই দিনের জন্য ১৪৪ ধারা জারি করা হয়েছে।
গত কয়েকদিন ধরে মুম্বাইয়ে করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্টের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় এ সিদ্ধান্ত নিয়েছে রাজ্যের প্রশাসন।
শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দেশটির সংবাদ সংস্থা পিটিআই।
পিটিআই জানিয়েছে, মহারাষ্ট্রে ওমিক্রনের সংক্রমণ বেড়ে যাওয়ায় গণ জমায়েতের উপর নিষেধাজ্ঞা জারি করেছে মুম্বাই পুলিশ। শনিবার থেকেই এই নিষেধাজ্ঞা কার্যকর হবে।
নিষেধাজ্ঞার ফলে শনিবার থেকে আগামী ৪৮ ঘণ্টা মুম্বাইয়ে কোনো বড় জমায়েত কিংবা মিছিল করা যাবে না বলে জানিয়েছে পিটিআই। এই নিষেধাজ্ঞা অমান্য করলে ভারতীয় দণ্ডবিধির ১৮৮ ধারা এবং অন্যান্য আইনি মোতাবেক শাস্তি দেওয়া হবে।
সময়ের সঙ্গে পাল্লা দিয়ে ভারতে বাড়ছে ওমিক্রন আক্রান্তের সংখ্যা। শুক্রবার পর্যন্ত দেশটিতে ৩২ জনের দেহে করোনাভাইরাসের নতুন এই ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে। এদের মধ্যে সবচেয়ে বেশি ১৭ জন মুম্বাইয়ের বাসিন্দা।
শুক্রবার সাড়ে তিন বছরের এক শিশুসহ ওমিক্রনে আক্রান্ত সাত আক্রান্তকে চিহ্নিত করেছে রাজ্যের স্বাস্থ্য অধিদপ্তর।