প্রচ্ছদ ›› আন্তর্জাতিক

মেক্সিকোতে গির্জার ছাদ ধসে নিহত ৭

আন্তর্জাতিক ডেস্ক
০২ অক্টোবর ২০২৩ ১১:১০:৫৪ | আপডেট: ১ year আগে
মেক্সিকোতে গির্জার ছাদ ধসে নিহত ৭

মেক্সিকোর তামাউলিপাসে একটি গির্জার ছাদ ধসে ৭ জন নিহত এবং অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন। শিশুসহ ধ্বংসস্তুপের নিচে আটকা পড়েছেন প্রায় ৩০ জন। (খবর বিবিসি’র)।

বিবিসি জানিয়েছে, ১ অক্টোবর স্থানীয় সময় রোববার বিকেলে মেক্সিকোর তামাউলিপাসে সিউদাদ মাদেরোর সান্তা ক্রুজের গির্জার ছাদ ধসে পড়ে এ দুর্ঘটনা ঘটে।

মেক্সিকোর উপকূলীয় রাজ্য তামাউলিপাসের পুলিশ জানিয়েছে, ছাদ ধসের সময় প্রায় ১০০ জন মানুষ গির্জার ভেতরে ছিলেন। আহত ১০ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে।

আটকে পড়াদের বের করতে উদ্ধার তৎপরতা চলছে। ঘটনাস্থলে জরুরি পরিষেবার কর্মীদের পাঠানো হয়েছে।