দফায় দফায় বৈঠক করেও কোনো সিদ্ধান্তে আসতে পারছে না রাশিয়া-ইউক্রেন। চলছেই ইউক্রেনে রাশিয়ার আক্রমণ। এ অবস্থায় আগামী মে মাসের মধ্যে এ আগ্রাসন শেষ হতে পারে বলে ধারণা করছেন ইউক্রেনের প্রেসিডেন্টের উপদেষ্টা ওলেক্সি অ্যারিস্টোভিচ। খবর রয়টার্সের।
ইউক্রেনের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত ভিডিওতে অ্যারিস্টোভিচ বলেন, “ইউক্রেনে যুদ্ধ বন্ধের প্রকৃত বিষয় নির্ভর করবে রাশিয়ার কী পরিমাণ রসদ (রিসোর্স) রয়েছে; ক্রেমলিন কোন পর্যন্ত এই ক্যাম্পেইন করতে চায় তার ওপর।”
তিনি বলেন, “আমি মনে করি মে মাসের শেষ নয়, শুরুতে আমাদের একটি শান্তিচুক্তিতে পৌঁছানো উচিত। মে’র আগেই চুক্তি হবে প্রত্যাশা করে তিনি বলেন, এক দুই সপ্তাহের মধ্যে সৈনা প্রত্যাহারসহ একটি শান্তিচুক্তি হবে।”
তবে রাশিয়া তাদের বহরে নতুন সেনা যুক্ত করলে ভয়াবহ অবস্থা বলেও মন্তব্য করেন তিনি।