ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন বিজেপি নেতা মুখতার আব্বাস নাকভি ও আরপিসি সিং। বুধবার তারা পদত্যাগপত্র জমা দিয়েছেন।
বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।
আব্বাস নাকভি ভারতের কেন্দ্রীয় সংখ্যালঘুবিষয়ক মন্ত্রী ও আরপিসি সিং ইস্পাতমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছিলেন। আজ দুজনেরই রাজ্যসভায় সাংসদ পদের মেয়াদ শেষ হচ্ছে।
বুধবার সকালে শেষবারের মতো মন্ত্রিসভার বৈঠকে অংশ নেন এই দুই মন্ত্রী। এ সময় তাদের প্রশংসা করেন নরেন্দ্র মোদি।
পদত্যাগের আগে থেকেই অবশ্য আলোচনায় ছিলেন ৬৪ বছর বয়সী আব্বাস নাকভি। তাকে ভারতের পরবর্তী ভাইস প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে বিজেপি মনোনীত করতে পারে বলে গুঞ্জন রয়েছে।
এদিকে, মন্ত্রীর পদ থেকে পদত্যাগের আগে তিনি বিজেপির সর্বভারতীয় প্রেসিডেন্ট জে পি নাড্ডার সঙ্গে দেখা করেন। এতে করে ওই গুঞ্জন ঘিরে আলোচনা আরও জোরালো হয়েছে।
গুঞ্জন যদি সত্যি হয়, তাহলে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ সাংবিধানিক পদে সংখ্যালঘুদের কোনো প্রতিনিধিকে বসানোর সিদ্ধান্ত নেবে বিজেপি।